GF Murdered By BF: হোটেলে প্রেমিকাকে খুন করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি দিল প্রেমিক!
মৃত প্রেমিকার নামস ফৌজিয়া। ২০ বছরের ওই যুবতী নার্সিং পাঠক্রমের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি চেন্নাইয়ের ক্রোমপেটের একটি নার্সিং কলেজে পড়েন। তাঁকে খুন অভিযুক্ত যুবকের নাম আশিক। ২০ বছরের ওই যুবক কেরলের কোল্লামের বাসিন্দা। আশিকের সঙ্গে ফৌজিয়ার দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক।

চেন্নাই: প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ হতে হোটেলে গিয়েছিলেন প্রেমিকা। কিন্তু সেখানে গিয়ে প্রেমিকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে প্রাণ হারাতে হল। প্রেমিকাকে খুন করে হোটেলের ঘরে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এমনকি প্রেমিকার মৃতদেহের ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অভিযুক্ত প্রেমিক দিয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতি তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি হোটেলে ঘটেছে এই ঘটনা। হোটেল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা অভিযুক্ত স্বীকার করেছে বলে জানা গিয়েছে।
মৃত প্রেমিকার নামস ফৌজিয়া। ২০ বছরের ওই যুবতী নার্সিং পাঠক্রমের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি চেন্নাইয়ের ক্রোমপেটের একটি নার্সিং কলেজে পড়েন। তাঁকে খুন অভিযুক্ত যুবকের নাম আশিক। ২০ বছরের ওই যুবক কেরলের কোল্লামের বাসিন্দা। আশিকের সঙ্গে ফৌজিয়ার দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক।
আশিক প্রায়শই চেন্নাইয়ে আসতেন এবং ফৌজিয়ার সঙ্গে দেখা করতেন। এ সপ্তাহেও আশিক চেন্নাইয়ে আসার পর একটি হোটেলে উঠেছিলেন দুজনে। সেখানে আশিকের ফোনে অন্য মহিলার ছবি দেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন ফৌজিয়া। এ নিয়ে ঝগড়া বাধে দুজনের। তখনই গলায় ফাঁস লাগিয়ে ফৌজিয়াকে আশিক খুন করেছেন বলে অভিযোগ। খুনের পর ফৌজিয়ার দেহের ছবি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলেন। ফৌজিয়ার কয়েক জন বন্ধুর কাছে রয়েছে আশিকের নম্বর। তাঁরা ওই ছবি দেখেছিলেন। ইতিমধ্যে বেশ কয়েক দিন কলেজে যাচ্ছিলেন না ফৌজিয়া। তাঁর বন্ধুরা আশিকের স্ট্যাটাসে ফৌজিয়ার ছবি দেখে পুলিশে খবর দেন। এর পর পুলিশ এসে হোটেলের ঘর থেকে ফৌজিয়ার দেহ উদ্ধার করেন। তার পর সিসিটিভি ফুটেজ দেখে আশিককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় খুনের কথা আশিক স্বীকার করেছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
