CM Mamata Banerjee: হরিয়ানা থেকে মমতাকে ফোন ডেরেকের, কৃষকদের মুখ্যমন্ত্রী বললেন, ‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব’
TMC Member In Haryana: গতকাল আন্দোলনরত কৃষকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে কথা বলিয়ে দেন ডেরেক। কৃষকদের উদ্দেশ্য এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাব আমি। বিজেপি আপনাদের উপর এত অত্যাচার করার পরও আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।"
হরিয়ানা: হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলনরত কৃষকদের সঙ্গে হরিয়ানার খানাউরি সীমান্তে দেখা করতে গিয়েছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, রাজ্যসভার উপ দলনেতা সাগরিকা ঘোষ। এছাড়াও ছিলেন দোলা সেন, মহম্মদ নাদিমুল হক ও সাকেত গোখলে। তৃণমূল নেতৃত্ব সেখানে গিয়ে জানান, কৃষকদের দাবি আদায়ে তাদের পাশে থেকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সব রকম লড়াই করবেন তাঁরা।
গতকাল আন্দোলনরত কৃষকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে কথা বলিয়ে দেন ডেরেক। কৃষকদের উদ্দেশ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাব আমি। বিজেপি আপনাদের উপর এত অত্যাচার করার পরও আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনাদের অনেকে শহিদ হয়েছেন। আমাদের ৪২ জন সাংসদ নিয়ে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। আপনাদের যা চাহিদা রয়েছে তা আমাদের বলুন। যদিও আমাদের সরকার আসেনি,কিন্তু তাও আমি চেষ্টা আপনাদের চাহিদা পূরণের।” একই সঙ্গে মমতা বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, “এই সরকার গড়বড়ে। নড়বড়ে সরকার। নিজেদের আন্দোলন জারি রাখুন আপনারা প্রয়োজনে আমরাও যাব।”
প্রসঙ্গত, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে কৃষক আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনে পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা থাকলেও উত্তর প্রদেশের একাংশ কৃষকও এই আন্দোলনকে সমর্থন করছেন। তবে এই প্রথম নয় এর আগেও কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল।