Millionaire MLA: নীতীশের ‘দরিদ্র’ রাজ্যের বহু বিধায়ক কোটিপতি, প্রথম ৫ জন কোন দলের জানেন?
Bihar mla: রাজ্যের সবচেয়ে 'দরিদ্রতম' বিধায়ক, রামবৃক্ষ সদার সম্পত্তির পরিমাণ ৭০ হাজার টাকা। আলাউলি আসন থেকে জয়ী তিনি আরজেডির বিধায়ক। রাজ্যের বিজয়ী বিধায়কদের মধ্যে সবচেয়ে কম সম্পদ রয়েছে তাঁর। নির্বাচনে জেতার পর বিধায়কের বাসভবনের চাবি তাঁর হাতে তুলে দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
পটনা বিহার ‘দরিদ্র’ রাজ্য। এমনই দাবি জানিয়ে বারবার বিহারকে ‘বিশেষ রাজ্যের’ মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এখন বিহারের রাজনীতিতে অস্থির সময় চলছে। ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বিজেপির দিকে পা বাড়িয়েছেন নীতীশ কুমার। স্বাভাবিকভাবেই এখন সকলের নজর বিহারের সামগ্রিক রাজনীতির দিকে। কিন্তু, বর্তমানে ‘দরিদ্র’ রাজ্য বিহারে অনেক বিধায়কই কোটিপতি। ফলে বিহারে কতজন ‘গরিব’বিধায়ক রয়েছেন, অর্থাৎ কাদের কোটি টাকার সম্পদ রয়েছে, তা জেনে নেওয়া যাক একনজরে।
বিহারের শীর্ষ-৫ ধনী বিধায়ক
১) বর্তমানে বিহারের সবচেয়ে ধনী বিধায়ক হলেন অনন্ত কুমার সিং। রাষ্ট্রীয় জনতা দলের (RJD) মোকামা কেন্দ্রের এই বিধায়কের সম্পদের পরিমাণ ৬৮.৫৬ লক্ষ টাকা।
২) বিহারে দ্বিতীয় ধনী বিধায়ক হলেন অজিত শর্মা। কংগ্রেসের টিকিটে ভাগলপুর থেকে জয়ী অজিত শর্মা বর্তমানে ৪৩ কোটি টাকার মালিক।
৩) কোটিপতি বিধায়কের তৃতীয় স্থানে রয়েছন আরজেডি-র নওয়াদা বিধায়ক বিভা দেবী। তাঁর সম্পত্তির পরিমাণ ২৯ কোটি টাকা।
৪) কোটিপতি বিধায়কের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মধুবনী থেকে জয়ী আরজেডি-র সমীর কুমার মহাশেঠ। তাঁর মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি টাকা।
৫) আরজেডির সাকরা বিধায়ক অশোক কুমার চৌধুরী ২২ কোটি টাকার মালিক।
৬) আর বিহারে ক্ষমতাসীন JDU-এর ৩৮ জন বিধায়কের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার বেশি।
অন্যদিকে, রাজ্যের সবচেয়ে ‘দরিদ্রতম’ বিধায়ক, রামবৃক্ষ সদার সম্পত্তির পরিমাণ ৭০ হাজার টাকা। আলাউলি আসন থেকে জয়ী তিনি আরজেডির বিধায়ক। রাজ্যের বিজয়ী বিধায়কদের মধ্যে সবচেয়ে কম সম্পদ রয়েছে তাঁর। নির্বাচনে জেতার পর বিধায়কের বাসভবনের চাবি তাঁর হাতে তুলে দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সম্পদের পরিমাণও খুব বেশি নয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পদের মূল্ ১.৬৪ কোটি টাকা। আর বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও নীতীশ মন্ত্রিসভার সদস্য তেজ প্রতাপের মোট সম্পত্তির পরিমাণ ৭.৬৮ কোটি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সম্পত্তির ৬ গুণ বেশি।