Video: গায়ে সেনার পোশাক, শহিদ বাবাকে স্যালুট জানাচ্ছে নাবালক ছেলে, দেখুন ভিডিয়ো
Colonel Manpreet Singhবাবা জওয়ান। একেবারে রাষ্ট্রীয় রাইফেলসের কম্যান্ডিং অফিসার। সীমান্তে দেশসেবায় নিয়োজিত ছিলেন। ফলে জওয়ানদের আদপ-কায়দা যে তাঁর ছেলে রপ্ত করবে, সেটাই স্বাভাবিক। কাউকে শেষ বিদায় জানালে যে স্যালুট জানাতে হয়, সেটা বাবার থেকেই শিখেছিল কর্নেল মনপ্রীতের ৬ বছরের ছেলে।
মোহালি: জঙ্গি অভিযানে গিয়ে শহিদ হয়েছেন কর্নেল মনপ্রীত সিং। শুক্রবার তাঁর নিথর দেহ এল পঞ্জাবের (Punjab) মোহালির বাড়িতে। কর্নেল মনপ্রীতকে (Colonel Manpreet Singh) শেষ দেখা দেখতে তাঁর বাড়িতে গ্রামবাসীর ঢল নেমেছে। চোখের জলে কাতর সকলে। সেই শোকের আবহে এর অন্য ছবি দেখা গেল। কর্নেল মনপ্রীত সিংয়ের দেহের সামনে দাঁড়িয়ে রয়েছে দুই খুদে। তাদের মধ্যে একজন কর্নেল মনপ্রীতের ছেলে এবং অপরজন মেয়ে। তারা তখনও বুঝতে পারেনি, কী ক্ষতি হয়ে গিয়েছে! পরিবার কী হারিয়েছে! তবে বাবার কোলে যে আর কখনও ঝাঁপিয়ে পড়া যাবে না, সেটা ভালই বুঝেছিল কর্নেল মনপ্রীতের নাবালক ছেলে। তাই বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে ৬ বছরের ছোট্ট ছেলেটি যা করল, তা সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সেই মুহূর্তের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বাবা জওয়ান। একেবারে রাষ্ট্রীয় রাইফেলসের কম্যান্ডিং অফিসার। সীমান্তে দেশসেবায় নিয়োজিত ছিলেন। ফলে জওয়ানদের আদপ-কায়দা যে তাঁর ছেলে রপ্ত করবে, সেটাই স্বাভাবিক। কাউকে শেষ বিদায় জানালে যে স্যালুট জানাতে হয়, সেটা বাবার থেকেই শিখেছিল কর্নেল মনপ্রীতের ৬ বছরের ছেলে। তাই কর্নেলের মরদেহ দেখতে যখন তাদের বাড়িতে এসেছে, গোটা গ্রাম শোকে ভেঙে পড়েছে, সকলেই চোখের জলে কাতর, তখন শহিদ বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে জওয়ানের মতোই যথাযথ আচরণ করল কর্নেলের নাবালক ছেলে।
বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে কী করল নাবালক?
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জওয়ানের পোশাকে বাবার মরদেহের সামনে দাঁড়িয়ে কর্নেল মনপ্রীত সিংকে স্যালুট জানাচ্ছে তাঁর ছেলে। কর্নেলের নাবালিকা মেয়েও একই কায়দায় সাদা জামা পড়ে দাদাকে অনুকরণ করে স্যালুট জানিয়ে শেষ বিদায় জানাচ্ছে। তাদের এই কাণ্ড দেখে হতবাক সেখানে উপস্থিত সকলে।
#WATCH | Son of Col. Manpreet Singh salutes before the mortal remains of his father who laid down his life in the service of the nation during an anti-terror operation in J&K’s Anantnag on 13th September
The last rites of Col. Manpreet Singh will take place in Mullanpur… pic.twitter.com/LpPOJCggI2
— ANI (@ANI) September 15, 2023
গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকারনাগ এলাকায় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গি অভিযানে গিয়েছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল মনপ্রীত সিং। এনকাউন্টার চলাকালীন বুধবার রাতে জঙ্গিদের ছোড়া গুলিতেই মৃত্যু হয় কর্নেল মনপ্রীত-সহ মেজর আশিস ঢোনচক এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি মুজামিল ভাটের। এদিন তিনজনেরই দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।