Ajay Maken: রাহুলের আস্থাভাজনেই খাড়্গের ভরসা, কংগ্রেসের নতুন কোষাধ্যক্ষ হলেন অজয় মাকেন

Congress: দীর্ঘদিন ধরে কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে ছিলেন পবন কুমার বনসল। তাঁকেও ধন্যবাদ জানানো হয়েছে দলের তরফে। অন্যদিকে, কংগ্রেস নেতা আহমেদ পটেলের মৃত্যুর পর থেকে অন্তর্বর্তী কোষাধ্যক্ষের দ্বায়িত্ব সামলাচ্ছিলেন অজয় মাকেন।

Ajay Maken: রাহুলের আস্থাভাজনেই খাড়্গের ভরসা, কংগ্রেসের নতুন কোষাধ্যক্ষ হলেন অজয় মাকেন
অজয় মাকেন।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 6:21 AM

নয়া দিল্লি: পদ খোয়ালেন পবন কুমার বনসল, কংগ্রেসের নতুন কোষাধ্যক্ষ বা ট্রেজারার হলেন অজয় মাকেন (Ajay Maken)। রবিবারই কংগ্রেসের (Congress) তরফে ঘোষণা করা হয় যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) দলীয় নেতা অজয় মাকেনকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ (Treasurer) করার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল একটি বিবৃতি পেশ করে অজয় মাকেনকে নতুন কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ করার ঘোষণা করেন। তিনি জানান, মাকেনকে অবিলম্বে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

দীর্ঘদিন ধরে কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে ছিলেন পবন কুমার বনসল। তাঁকেও ধন্যবাদ জানানো হয়েছে দলের তরফে। অন্যদিকে, কংগ্রেস নেতা আহমেদ পটেলের মৃত্যুর পর থেকে অন্তর্বর্তী কোষাধ্যক্ষের দ্বায়িত্ব সামলাচ্ছিলেন অজয় মাকেন। এবার তাঁকে স্থায়ী পদ দেওয়া হল।

কংগ্রেসের তরফে এই ঘোষণার পরই অজয় মাকেন এক্স হ্যান্ডেলে লেখেন, “আমি বর্তমানে স্ক্রিনিং কমিটির বৈঠকে যোগ দিতে রায়পুরে রয়েছি। তবে আমায় কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগের কথা জানানো হয়েছে। এটা সত্যিই বড় দায়িত্ব।”

তাঁর উপরে বিশ্বাস রাখার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও কেসি বেণুগোপালকে ধন্যবাদ জানান অজয় মাকেন। সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে তিনি নিজের দায়িত্ব পালন করবেন বলেও জানান।

উল্লেখ্য, কংগ্রেসের অন্দর মহলে অজয় মাকেন রাহুল গান্ধী আস্থাভাজন হিসাবেই পরিচিত। আগে তিনি রাজস্থান কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তবে কয়েক মাস আগেই তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। একসময়ে দিল্লি কংগ্রেসের প্রধানও ছিলেন প্রাক্তন মন্ত্রী। এবার তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল।