Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিরোধী দলনেতার তকমা হারাতে পারেন অধীর!

১৯ জুলাই লোকসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে এই খবর প্রকাশ্যে আসায় পারদ চড়ছে জল্পনার।

বিরোধী দলনেতার তকমা হারাতে পারেন অধীর!
ছবি - ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 10:40 PM

নয়া দিল্লি: লোকসভায় অধিনায়ক বদল করতে পারে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী হারাতে পারেন বিরোধী দলনেতার তকমা। এমনটাই খবর সূত্র মারফত। জি-২৩ নেতাদের মধ্যে কেউ লোকসভার বিরোধী দলনেতা হতে পারেন বলে জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, কংগ্রেসের অভ্যন্তরে জোরাল হচ্ছে ‘বিদ্রোহী’ নেতাদের কণ্ঠস্বর। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আরও একবার প্রকাশ্যে আসছে সেই ফাটল। তাই অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় ‘বিদ্রোহীদের’ কাউকে বসিয়ে সেই চাপা স্রোত ঢাকতে পারে কংগ্রেস নেতৃত্ব। এমনটাই দাবি সূত্রের।

১৯ জুলাই লোকসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে এই খবর প্রকাশ্যে আসায় পারদ চড়ছে জল্পনার। কারণ, দীর্ঘদিন ধরে কংগ্রেসে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের দায়িত্বও তিনি। তাঁকে বিরোধী দলনেতার পদ থেকে সরালে কংগ্রেসের মধ্যেই আবারও একটা বিদ্রোহের সুর উঠতে পারে। সবটা জেনে বুঝেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব।

তবে সূত্রের দাবি, বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে নেই রাহুল গান্ধী। জি-২৩ নেতাদের মধ্যে নাম উঠে আসছে শশী থরুর, মনীষ তেওয়ারি, গৌরব গগৈ, রবনীত সিং বিট্টু ও উত্তম কুমার রেড্ডির। উল্লেখ্য, জি-২৩ নেতাদের নিয়ে অন্তর্কলহে বেশ কয়েকদিন ধরেই ভুগছে কংগ্রেস। সনিয়া গান্ধী মাঠে নেমেও সেই বিদ্রোহ সম্পূর্ণ নিভিয়ে দিতে পারেননি। এমতাবস্থায় ২০২৪ লোকসভা নির্বাচন ও একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের বিরোধী দলনেতা বদলের দাওয়াইয়ে সমতা বিধান হয় কি না, সেটাই দেখার। আরও পড়ুন: রাজ্যের দাবি জিনোম সিকোয়েন্সিংয়ে মিলেছে ১৩৮ জন ডেল্টা প্লাস আক্রান্তের হদিস, কেন্দ্র বলছে…