AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shashi Tharoor on Pakistan: ‘রক্ত বইলে ওদিকে…’, পাকিস্তানকে ‘উরি-বালাকোট স্ট্রাইক’ মনে করিয়ে দিলেন শশী থারুর

Pakistan: শশী থারুর বলেন, "গোটা দেশ চাইছে এবং আশা করছে (সামরিক জবাব)। কেউ জানে না কখন, কী হবে। তবে আমার বিশ্বাস কোনও জবাব দেওয়া হবেই।"

Shashi Tharoor on Pakistan: 'রক্ত বইলে ওদিকে...', পাকিস্তানকে 'উরি-বালাকোট স্ট্রাইক' মনে করিয়ে দিলেন শশী থারুর
কংগ্রেস সাংসদ শশী থারুর।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 30, 2025 | 4:05 PM

নয়া দিল্লি: সিন্ধু জল চুক্তি স্থগিত হতেই আসল রূপ ধরেছে পাকিস্তানি। সে দেশের প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুমকি দিয়েছেন যে জল না পেলে, সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে। এবার তার পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। “পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চাইছে দেশ, আর কিছু জবাব তো পাবেই”, এ কথা বলেই মোক্ষম জবাব দিলেন তিনি।

পাকিস্তানের এই জঙ্গি হামলা এবং তারপর দায় অস্বীকারকে পুরনো প্যাটার্ন বলেই উল্লেখ করেন প্রাক্তন কূটনীতিক শশী থারুর। বলেন, “স্পষ্ট একটা প্যাটার্ন রয়েছে। মানুষদের উসকানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয় এবং অনেক সময় সীমান্তের ওপার থেকেই তাদের সাহায্য করা হয়। তারপর পাকিস্তান সমস্ত দায় অস্বীকার করে। শেষ পর্যন্ত বিদেশি গোয়েন্দা বাহিনী সহ সকলের সামনে অভিযোগ প্রমাণিত হয়।”

পাকিস্তানের পরমাণু হামলার হুমকির পাল্টা জবাবে উরি ও বালাকোট এয়ারস্ট্রাইকের কথা মনে করিয়ে দেন কংগ্রেস সাংসদ। বলেন, “উরি হামলার পর সরকার সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল। আর পুলওয়ামার পর বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল। আজ আমরা তার থেকেও বেশি কিছু দেখতে চাইছি। আমাদের সামনে একাধিক অপশন রয়েছে-কূটনৈতিক, অর্থনৈতিক, গোপন ও প্রকাশ্যে জবাব। কিছু সামরিক জবাব এড়ানো অসম্ভব।”

তিনি আরও বলেন, “গোটা দেশ চাইছে এবং আশা করছে (সামরিক জবাব)। কেউ জানে না কখন, কী হবে। তবে আমার বিশ্বাস কোনও জবাব দেওয়া হবেই।”

পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির রক্ত বইয়ে দেওয়ার হুমকির জবাবে শশী থারুর বলেন, “এটা কেবল জ্বালা ধরানো মন্তব্য। পাকিস্তানিদের বুঝতে হবে ভারতীয়দের কাঁধে দায় ঠেলে , তাদের মারা যাবে না। আমরা পাকিস্তানিদের কিছু করতে চাই না। কিন্তু ওরা যদি আমাদের কিছু করে, তাহলে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকুক। যদি রক্ত বয়, তবে আমাদের থেকে ওদিকেই বেশি বইবে।”