নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর সাসপেন্স বজায় না রেখে, এবার চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। শনিবার কংগ্রেসের তরফে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, তাতে মোট ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, কার্তি চিদাম্বরমের। বিএসপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সাংসদ দানিশ আলি। তাঁকেও আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে। তবে সাসপেন্স বজায় রয়েছে রায়বরৈলি ও আমেঠী আসন নিয়ে। জল্পনা, এই রায়বরৈলি আসনে প্রার্থী হতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী। অন্যদিকে, গতবার আমেঠী আসন থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী এবং তিনি হেরেও গিয়েছিলেন।
মোদীর গড় বারাণসীতে এবারও কোনও চমক রাখেনি কংগ্রেস, বিগত দুই লোকসভা নির্বাচনের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে উত্তর প্রদেশে কংগ্রেসের সভাপতি অজয় রাই-কে।
মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংকে মধ্য প্রদেশের রাজগড় কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। ১৯৯১ সালে এই আসন থেকে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি ভোপাল থেকে বিজেপির প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এবং সাড়ে তিন লাখ ভোটে হেরে গিয়েছিলেন।
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित ‘केंद्रीय चुनाव समिति’ की बैठक में लोकसभा चुनाव, 2024 के लिए 46 सीटों पर कांग्रेस उम्मीदवारों के नाम की चौथी लिस्ट। pic.twitter.com/JnroTFK21c
— Congress (@INCIndia) March 23, 2024
অন্য়দিকে, পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমকেও প্রার্থী করা হয়েছে। তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্র থেকে এর আগে ২০১৪ ও ২০১৯ সালেও তিনি প্রার্থী হয়েছিলেন। ২০১৪ সালে হেরে গেলেও, ২০১৯ সালে জিতেছিলেন কার্তি।
বিএসপি নেতা দানিশ আলি গত বুধবারই কংগ্রেসে যোগ দেন। তাঁকেও এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে আমরোহা আসন থেকে। আগেও তিনি এই আসন থেকেই জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। গত বছরই দানিশ আলি সংবাদের শিরোনামে এসেছিলেন। তাঁকে সংসদে বিজেপি সাংসদ রমেশ বিধুরি ধর্ম নিয়ে বিদ্বেষমূলক আক্রমণ করেছিলেন।