পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই ফের কংগ্রেসের অন্দরে রদবদলের দাবি তুলে সোচ্চার হয়েছেন বিক্ষুব্ধ নেতারা। একে একে মুখ খুলতে শুরু করেছেন দলের ছোট-বড় কর্মীরাও। নির্বাচনের খারাপ ফলের দায়ভার স্বীকার করে নিলেও কার্যত একঘরে হয়ে গিয়েছে গান্ধী পরিবার। এই পরিস্থিতিতেই আজ সকালে ওয়ার্কিং কমিটির বৈঠকে বসে কংগ্রেস। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে এই বৈঠক। তার আগেই ১০ জনপথ রোডে একে একে পৌঁছন কংগ্রেস নেতারা।
রবিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শুরুর আগে বোমা ফাটান কংগ্রেস মুখপাত্র পাওয়ান খেরা। বললেন, “নির্বাচন জেতা মানেই বিচারধারার জয় নয়। এই ভুল কংগ্রেসের আগের নেতারা করেছেন।”
পাঁচ রাজ্যের ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এমনকী যে রাজ্য নিজেদের হাতে ছিল, সেই পঞ্জাবও ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। এই পরিস্থিতিতে দলকে আরও একজোট হওয়ার দরকার। এমনটাই মনে করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানান, বিধানসভা ভোটের ফলাফল দলের জন্য এক বড় ধাক্কা। এই সময় কংগ্রেসের নেতারা আরও একজোট হয়ে থাকতে চান। এই সময় দলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রবিবাসরীয় বিকেলে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক (CWC Meeting)। জোর জল্পনা ছড়িয়েছে, ভোট ময়দানে ভরাডুবির দায় নিজেদের কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন গান্ধী পরিবারের তিন সদস্যই। আর এরই মধ্যে গান্ধীদের বিকল্প হিসেবে উঠে আসছে মুকুল ওয়াসনিকের নাম। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জি-২৩ গোষ্ঠীর নেতারা কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে মুকুল ওয়াসনিকের নাম প্রস্তাব করেছেন। কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক মুকুল বালকৃষ্ণ ওয়াসনিক। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। সামাজিক সুরক্ষা ও ক্ষমতায়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। কে এই মুকুল ওয়াসনিক ?
বিস্তারিত পড়ুন : CWC Meeting: সনিয়া না রাহুল না মুকুল? কংগ্রেসের প্রেসিডেন্ট দৌড়ে থাকা কে এই মুকুল ওয়াসনিক?
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বি ভি সওয়াল করলেন গান্ধী পরিবারের পক্ষে। বললেন, গান্ধী পরিবার একটি সুতোর মতো যা কেবল কংগ্রেসকেই একসঙ্গে বেঁধে রাখে না। সেইসঙ্গে গোটা দেশের মানুষকে একসঙ্গে একত্রিত রাখে।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং শুরু হল। কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠক শুরু হল।
Congress Working Committee meeting begins. The meeting is being chaired by party's interim president Sonia Gandhi pic.twitter.com/czj37hmjKX
— ANI (@ANI) March 13, 2022
কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী, কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে এবং অম্বিকা সোনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের জন্য উপস্থিত হয়েছেন।
Delhi | Congress interim president Sonia Gandhi, senior Congress leaders Mallikarjun Kharge and Ambika Soni arrive for Congress Working Committee (CWC) meeting at AICC office to discuss poll debacle in 5 states and the current political situation pic.twitter.com/2xJ0BneIms
— ANI (@ANI) March 13, 2022
আজ বিকেল ৪ টেয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর এই প্রথম বৈঠকে বসছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতারা। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ওয়ার্কিং কমিটির সদস্য মনমোহন সিং এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানা গিয়েছে সূত্র মারফত। শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই বৈঠকে যোগ দেবেন না বলে জানা গিয়েছে। বৈঠকে মনমোহন সিং ছাড়া আরও ৪ জন বর্ষীয়ান নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানা গিয়েছে। এদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি। রাজনৈতিক মহলে গুঞ্জন আজকের বৈঠকে পাঁচ রাজ্যের ভরাডুবি নিয়ে বৈঠক করতে পারেন কংগ্রেসের বর্ষীয়ান নেতারা। এইখানে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিস্তারিত পড়ুন : CWC Meet : ওয়ার্কিং কমিটির বৈঠকে অনুপস্থিত থাকবেন মনমোহন, থাকছেন না গান্ধী ঘনিষ্ঠ অ্যান্টনি সহ আরও ৪ কংগ্রেস নেতা
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া কোনও নেতাকেই মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সূত্র মারফত জানা গিয়েছে।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এবার উপস্থিত থাকতে পারছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণেই তিনি উপস্থিত থাকতে পারবেন না।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিক্ষুব্ধ নেতাদের পাশাপাশি যোগ দিতে এলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা ভূপেশ বাঘেল ও অশোক গেহলটও।
জল্পনা শোনা গিয়েছে যে, বিধানসভা নির্বাচনে ভরাডুবির দায়ভার নিজের কাঁধে নিয়েই দলের সমস্ত পদ ছাড়তে চলেছেন গান্ধী পরিবারের তিন সদস্যই। তবে শনিবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, “অলিখিত সূত্রের ভিত্তিতে কংগ্রেসের শীর্ষনেতৃত্বের ইস্তফার যে খবর প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও ভুল।”
বৈঠকেই অন্তর্বর্তীকালীন সভাপতির পদ থেকে সনিয়া গান্ধী (Sonia Gandhi) ইস্তফা দিতে পারেন, এমনটাই গুজব শোনা গিয়েছে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেসের তরফে যাবতীয় দাবি অস্বীকার করা হয়।
এদিন সকালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হওয়ার আগেই বাজেট অধিবেশন নিয়ে আলোচনা করলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামিকাল, সোমবার থেকেই বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের এই দফায় মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি ও ইউক্রেন ফেরত ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয় নিয়ে আলোচনা করব।
এদিন সকালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে আসেন মল্লিকার্জুন খাড়গে, আনন্দ শর্মা, কে সুরেশ ও জয়রাম রমেশের মতো নেতারা।
We held a discussion on the issues to be raised in the upcoming Parliament session. We will try to raise the issues of inflation, unemployment, MSP for farmers and medical students returning from Ukraine: LoP Rajya Sabha Mallikarjun Kharge, at Delhi pic.twitter.com/BSANsgD9Qi
— ANI (@ANI) March 13, 2022