করোনা (COVID19) আক্রান্তের সংখ্যা ফের চমকে দেওয়ার মতো। এক দিনের সংক্রমণে নতুন রেকর্ড ভারতে। রবিবার দেশে নতুন আক্রান্ত ছাড়াল ১ লক্ষ। অতিমারী শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার। পাঞ্জাব ও ছত্তিসগঢ়েও বাড়ছে সংক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নির্দেশে তিন রাজ্যে যাচ্ছে কেন্দ্রের প্রতিনিধি দল। নতুন করে করোনার ওই চোখ রাঙানিতে সাধারণ মানুষের কোভিড বিধি না মানার প্রবণতাকেই দায়ী করছে কেন্দ্র।
এ দিকে, বলিউডে একের পর এক তারকা করোনা আক্রান্ত হচ্ছেন। গতকালই অভিনেতা অক্ষয় কুমার ও গোবিন্দার করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। আজ সকালে জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন ভিকি কৌশল ও ভূমি পেডনেকর।
ফের একদিনে করোনা (COVID-19) আক্রান্তে রেকর্ড রাজ্যে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬১ জন। মৃত্যু হয়েছে চারজনের। আক্রান্তদের মধ্যে কলকাতাতেই ৬০৬ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন।
সবিস্তারে পড়ুন: বাংলায় রোজই ভাঙছে সংক্রমণের রেকর্ড! আজ আক্রান্ত ১ হাজার ৯৬১
দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই একাধিক রাজ্যে নানা করোনাবিধি জারি করা হয়েছে। ভিন রাজ্য থেকে রাজস্থানে প্রবেশ করতেও বাধ্যতামূলকভাবে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। সেই রিপোর্ট ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে গ্রাহ্য হবে না। যদি কেউ রিপোর্ট দেখাতে না পারলে তাঁদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। যদি কেউ এই নিয়ম মানতে না চান, তবে তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রথম দফাতেই করোনা টিকা দেওয়া হয়েছিল সেনা জওয়ানদের। এ দিন জম্মু-কাশ্মীরের সিআরপিএফ জওয়ানরা রামবাগে করোনার দ্বিতীয় ডোজ় নিলেন।
Jammu & Kashmir: CRPF soldiers took their second jab of the #COVID19 vaccine at CRPF Group Centre in Rambagh, Srinagar pic.twitter.com/wcP3YgJ821
— ANI (@ANI) April 5, 2021
একা ভূমি পেডনেকর নন, একই দিনে করোনা আক্রান্ত হলেন আরেক বলি অভিনেতা ভিকি কৌশলও। তিনিও বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে।
একের পর এক বলি তারকারা করোনা আক্রান্ত হচ্ছেন। এ দিন সকালে জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন ভূমি পেডনেকর। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান যে তিনি কোভিড পজিটিভ। বাড়িতেই ‘কোয়ারেন্টাইন’-এ আছেন তিনি। তবে উপসর্গ সামান্যই। অভিনেত্রী জানিয়েছেন তিনি ভাল আছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি চলছেন। সমস্ত শুটিং ক্যানসেল করে তিনি নিজেকে গৃহবন্দী করে রেখেছেন।
বিস্তারিত পড়ুন: করোনায় আক্রান্ত ভূমি পেডনেকর, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অভিনেত্রী
ছবির মুখ অক্ষয় কুমার করোনায় আক্রান্ত। এ বার খবর, শুধু অক্ষয়ই নন, বলিউডের অন্যতম বিগবাজেট ছবি ‘রামসেতু’র সঙ্গে যুক্ত ৪৫ জনের নাকি কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে।
বিস্তারিত পড়ুন: অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’র সেটে কোভিড আক্রান্ত ৪৫ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়াল এক লক্ষের গন্ডি। এর আগে দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ সংখ্যা ছিল ৯৭,৮৯৪। দেশের করোনা পরিস্থিতিতে তুমুল উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রক। দেশের ১১টি রাজ্যকে নিয়েই বাড়ছে চিন্তা। এছাড়া ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার। অন্য দিকে, রাজস্থানে নাইট কার্ফু জারি করতে চলেছে সে রাজ্যের সরকার। সে রাজ্যে ঢোকার আগে বাধ্যতামূলক করা হয়েছে করোনা পরীক্ষা।