দেশে ফের কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ৭২৩ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৫২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
ডেল্টা (Delta Variant)-র দাপটে এক মাস পিছিয়ে গিয়েছে আনলক(Unlock Process)-র পরিকল্পনা। আগামী ১৯ জুলাই ব্রিটেনে আনলক হওয়ার কথা, তারই আগে প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন, “করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখুন”।
বিস্তারিত পড়ুন: ‘করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখুন’, আনলকের সিদ্ধান্তের আগেই বার্তা প্রধানমন্ত্রী বরিসের
বিগত এক বছরে চিত্রটি বদলেছে অনেকটা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন আমেরিকার অধিকাংশ মানুষ। স্বাধীনতা দিবসে দেশের সেই সাফল্যকেই উদযাপন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সঙ্গে এ কথাও মনে করিয়ে দিলেন যে এখনও করোনা সংক্রমণ সম্পূর্ণরূপে বিদায় নেয়নি।
বিস্তারিত পড়ুন: ‘মুক্তির খুব কাছে আমরা’, স্বাধীনতা দিবসে করোনামুক্ত উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি বাইডেনের
রাজ্যে সংক্রমণ কমতেই এ বার উপাসনালয়গুলিও খোলার সিদ্ধান্ত নিল কর্নাটক প্রশাসন। আজ থেকে রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার। তবে প্রতিটি জায়গাতেই মানতে হবে কড়া নিয়মবিধি। দেওয়া যাবে না কোনও পুজোও।
Places of worship including temples, mosques, churches, gurudwaras, and other religious places are allowed to open only for darshan/prayers, strictly in adherence with COVID-19 appropriate behaviour. No seva/offering or other activities permitted: Karnataka Govt in a July 4 order pic.twitter.com/GLbxhOp7NF
— ANI (@ANI) July 5, 2021