Corona Virus: মাসের প্রথমেই নিম্নমুখী করোনা গ্রাফ, ৪ হাজারের গণ্ডিতে নামল করোনা আক্রান্তের সংখ্যা
Covid19 Update: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮২ জন। আর আজ কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।

নয়া দিল্লি: মাসের শুরুতেই দেশে আরও কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ। গত মাসে দেশে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছনোর পর আজ ৫ হাজারের গণ্ডির নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ২৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮২ জন। আর আজ কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গতকাল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৮৭৪ জন। আজ দেড় হাজার কমল করোনা আক্রান্তের সংখ্যা। শুধু করোনা আক্রান্তের সংখ্যাই নয়। গতকালের তুলনায় আজ কমেছে মৃতের সংখ্যাও। গতকাল স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ২৫ জনের। আর আজকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্য়ে ৬ জনই কেরলের বলে জানা গিয়েছে।
দেশে করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হওয়ায় কমে এসেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজার ২৪৬। এখন দেশে দৈনিক করোনা পজিটিভিটি রেট ৪.৯২ শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৩৭ জন। দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৭১ শতাংশ।
