AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: ১৩ বছর পুরনো মামলায় ফের চাপ বাড়ছে রাহুল-সনিয়ার, আদালত পাঠাল আইনি নোটিস

Rahul Gandhi: আদালতের পর্যবেক্ষণ, এই মামলাটি এখনও প্রাথমিক ও বিবেচনার পর্যায়ে রয়েছে। তাই অভিযুক্তরা নোটিস গ্রহণ করা না পর্যন্ত তাদের শুনানির অধিকার র রয়েছে। সেই অধিকারের বলেই আর্থিক তছরূপের মামলা হওয়া স্বত্ত্বেও এটি অভিযুক্তদের একটি আইনি সুরক্ষা প্রদান করছে।

Rahul Gandhi: ১৩ বছর পুরনো মামলায় ফের চাপ বাড়ছে রাহুল-সনিয়ার, আদালত পাঠাল আইনি নোটিস
সনিয়া ও রাহুলImage Credit: Getty Image
| Updated on: May 02, 2025 | 4:58 PM
Share

নয়াদিল্লি: রাহুল-সনিয়ার বিরুদ্ধে আইনি নোটিস জারি দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালতের। শুক্রবার ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি সনিয়া গান্ধী ও বর্তমান সাংসদ রাহুল গান্ধী-সহ আরও কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে ইডির দায়ের করা চার্জশিটের ভিত্তিতে নোটিস জারি করেছে আদালত।

আদালত তরফে জানা গিয়েছে, ইডির জমা দেওয়া চার্জশিটে যে ত্রুটিগুলি ছিল, তা ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে এবং তার ভিত্তিতে ভারতীয় নাগরিক ন্যয় সুরক্ষা ২২৩ ধারায় এই নোটিশ জারি করা হয়েছে। এদিন বিচারক জানান, ইডির পেশ করা চার্জশিটে রাহুল, সনিয়া-সহ আরও বেশ কয়েকজন অভিযুক্তের নাম রয়েছে। আদালতের তাদের বক্তব্য শুনবে। পরবর্তী শুনানি ৮ মে।

আদালতের পর্যবেক্ষণ, এই মামলাটি এখনও প্রাথমিক ও বিবেচনার পর্যায়ে রয়েছে। তাই অভিযুক্তরা নোটিস গ্রহণ করা না পর্যন্ত তাদের শুনানির অধিকার র রয়েছে। সেই অধিকারের বলেই আর্থিক তছরূপের মামলা হওয়া স্বত্ত্বেও এটি অভিযুক্তদের একটি আইনি সুরক্ষা প্রদান করছে। পাশাপাশি, কোনও বিচারপ্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে অভিযুক্তদের শুনানির ন্যায্য অধিকার রয়েছে। যা ইডির তদন্তের ক্ষতি করে না।

উল্লেখ্য, গত মাসেই এই মামলায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধীর প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাস লিমিটেডের আওতায় থাকা ৭০০ কোটি টাকার অধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস জারি করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর সপ্তাহ পেরতেই দিল্লির আদালতে গিয়ে চার্জশিট জমা দেয় তারা।