পুরী মন্দিরে প্রবেশে আর লাগবে না কোভিড নেগেটিভ রিপোর্ট, কবে থেকে কার্যকর এই নিয়ম?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 10, 2021 | 7:33 PM

নতুন বছরে ৩ জানুয়ারি থেকে ভিন্ন রাজ্য থেকে আগত দর্শনার্থীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সেক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানোর নিয়ম বাধ্যতামূলক করা হয়। ২১ জানুয়ারি থেকে তুলে নেওয়া হচ্ছে সেই নিয়মও।

পুরী মন্দিরে প্রবেশে আর লাগবে না কোভিড নেগেটিভ রিপোর্ট, কবে থেকে কার্যকর এই নিয়ম?
ফাইল চিত্র।

Follow Us

ভুবনেশ্বর: পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) প্রবেশ করতে লাগবে না আর করোনার নেগেটিভ রিপোর্ট (COVID-19 negative report)। আগামী ২১ জানুয়ারি থেকেই কার্যকরী হবে এই নিয়ম, শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই কথা।

পুরীর জেলাশাসক সমর্থ ভর্মা ও পুলিস প্রধান কেবি সিংয়ের সঙ্গে রবিবার বৈঠকে বসেছিলেন মন্দির কমিটির প্রধান কৃষাণ কুমার। সেই বৈঠক থেকে বেরিয়েই তিনি সাংবাদিকদের জানান, “আগামী ২১ জানুয়ারি থেকে ভক্তদের মন্দিরে প্রবেশ করার জন্য করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে না। আগামী ২১ ফেব্রুয়ারি অবধি এই সিদ্ধান্ত বহাল থাকবে।”

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ নয় মাস বন্ধ ছিল বিখ্যাত পুরী মন্দিরের দরজা। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ধাপে ধাপে মন্দির খোলা ও দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়। প্রথম ধাপে ২৩ ডিসেম্বর মন্দিরের সেবাইত ও তাঁদের পরিবারদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর ২৬ ডিসেম্বর থেকে স্থানীয় বাসিন্দাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: নিরাপত্তা কমানো হল ফড়নবিশ-রাজ ঠাকরের, বিজেপি বলছে ‘প্রতিশোধের রাজনীতি’

নতুন বছরে ৩ জানুয়ারি থেকে ভিন্ন রাজ্য থেকে আগত দর্শনার্থীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সেক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানোর নিয়ম বাধ্যতামূলক করা হয়। ২১ জানুয়ারি থেকে তুলে নেওয়া হচ্ছে সেই নিয়মও।

পুরীর জেলাশাসক জানান, মন্দিরে আগত প্রবীণ দর্শনার্থীদের জন্য বিশেষ লাইন ও নানা ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা সুরক্ষিতভাবে মূর্তি দর্শন করতে পারেন।

আরও পড়ুন: এখনও সময় আছে মোদীজী, অন্নদাতাদের পাশে দাঁড়ান, ফের টুইট খোঁচা রাহুলের

Next Article