নয়া দিল্লি: করোনা সংক্রমণ সামলাতেই হিমশিম খাচ্ছে রাজধানী, তার উপর চিকিৎসকদের নতুন চিন্তার কারণ হয়ে উঠছে মিউকরমাইকোসিস (mucormycosis)! দিল্লির একটি নামজাদা হাসপাতালে আচমকাই দেখা গিয়েছে প্রাণঘাতী কালো ছত্রাকের প্রাদুর্ভাব।
চিকিৎসকদের দাবি, করোনা (Coronavirus) সংক্রমণের কারণেই রোগীদের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে এই প্রাণঘাতী ছত্রাক সংক্রমণ। ইতিমধ্যে পাঁচ রোগীর মৃত্যুও হয়েছে এই ছত্রাকের কারণে, দৃষ্টিশক্তি হারাচ্ছেন আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশ রোগীই।
দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে (SGRH) বিগত ১৫দিন ধরে মোট ১৩জন করোনা রোগী এই ছত্রাক সংক্রমণের শিকার হয়েছেন বলে জানান হাসপাতালের ইএনটি (ENT) বিভাগের চিকিৎসকরা। তাঁরা জানান, মিউকরমাইকোসিস (mucormycosis) অত্যন্ত বিরল, তবে নতুন নয়। করোনা রোগীদের মধ্যে এই ছত্রাক সংক্রমণের দেখা দেওয়াই চিকিৎসকদের কাছে মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিগত ১৫ দিনে মোট ১৩জন রোগীর মধ্যে এইধরনের সংক্রমণ দেখা গিয়েছে। ছত্রাক সংক্রমণের কারণে দৃষ্টিশক্তি হারানোর পাশাপাশি কয়েকজন রোগীর নাক ও চোয়ালও প্রয়োজনে বাদ দিতে হয়েছে। রোগীদের মস্তিষ্কে ছত্রাক আক্রমণ করলে ঘটছে মৃত্যুও।
আরও পড়ুন: বিনামূল্যে করোনা টিকা নির্বাচনী বিধিভঙ্গ নয়, ব্যাখ্যা দিলেন কেরলের মুখ্যমন্ত্রী
বিবৃতিতে আরও বলা হয়, “১৫ দিনের মধ্যেই প্রায় ১০ জন রোগীর দেহে এই সংক্রমণের অস্তিত্ব মিলেছে। এরমধ্যে প্রায় ৫০ শতাংশই চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় পাঁচ রোগীকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে (Critical Care Support) রাখা হয়েছে। মৃত্যু হয়েছে পাঁচজনের।
মূলত অঙ্গ প্রতিস্থাপন (Transplant), আইসিইউ (ICU)-র রোগী ও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের দেহেই এইধরনের ছত্রাক দেখা দেয়। সম্প্রতি করোনা আক্রান্তদের মধ্যে এই সংক্রমণ দেখা দেওয়ায় চিন্তায় পড়েছেন চিকিৎসকরা।
মারণ ছত্রাক সংক্রমণ চিহ্নিত করার বিষয়ে দিল্লির ওই হাসপাতালের ইএনটি বিভাগের শল্যচিকিৎসকরা জানান, যদি স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে নাকে কোনও বাধার সৃষ্টি হয়, চোখ বা গালে ফোলা ভাব কিংবা নাকে কালো শুকনো চামড়ার দেখা দিলে সঙ্গে সঙ্গে বায়োপ্সি (Biopsy) করে অ্যান্টি ফাঙ্গাল থেরাপি (Anti Fungal Therapy) শুরু করা প্রয়োজন। নাহলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই ছত্রাক সংক্রমণ।
তবে কিছুটা স্বস্তি দিয়েছে করোনা সংক্রমণের হ্রাস। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মোট ১৩৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা বিগত সাড়ে তিন মাসে সবথেকে কম। ৬০ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৭৪-এ।
আরও পড়ুন: কার্গিল-‘নায়ক’কে সংরক্ষণ করতে চায় মহারাষ্ট্র সরকার