CORONA UPDATE:  আক্রান্তের নিরিখে ভারত বিশ্বের প্রথম
ছবিঃ TV9 Bangla

CORONA UPDATE: আক্রান্তের নিরিখে ভারত বিশ্বের প্রথম

সৌরভ পাল |

Apr 09, 2021 | 11:18 AM

ভারতে গত একদিনে মারণব্যাধির কবলে ১,২৬,৭৮৯ জন, মৃত ৬৮৫ জন। সচেতনতার অভাব ও উদাসীনতার বৃদ্ধিই করোনার বাড়বাড়ন্তের কারণ, জানালেন করোনাবিদরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাবে, গত একসপ্তাহে মারা গেছেন প্রায় ৪,০০০ নাগরিক।

বিশ্বে প্রত্যহ কোভিড (Corona) আক্রান্তের নিরিখে ভারত বিশ্বের প্রথম (India)। গত একদিনে মারণব্যাধির কবলে পড়েছেন ১,২৬,৭৮৯ জন, পাশাপাশি মৃত ৬৮৫ জন।

সচেতনতার অভাব ও উদাসীনতার বৃদ্ধিই করোনার বাড়বাড়ন্তের কারণ, জানালেন করোনাবিদরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) হিসাব বলছে, গত একসপ্তাহে মারা গেছেন প্রায় ৪,০০০ নাগরিক।

করোনার দ্বিতীয় জোয়ার থেকে বাঁচার জন্য নাগরিকদের যথাসত্ত্বর টিকা নেওয়ার আহ্বান কেন্দ্রের। বৃহস্পতিবার নিজে টিকা নেওয়ার পর জরুরিভিত্তিতে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=i4EyY2ifLTI[/embedyt]

Published on: Apr 09, 2021 11:17 AM