CPIM: ফাঁকাই থাকল ইয়েচুরির পদ, কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন প্রকাশ কারাট

Prakash Karat: দলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে ২৪ তম পার্টি কংগ্রেস বসবে মাদুরাইতে। সেখানেই পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ততদিন পর্যন্ত কো-অর্ডিনেটরের দায়িত্বভার সামলাবেন প্রকাশ কারাট।

CPIM: ফাঁকাই থাকল ইয়েচুরির পদ, কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন প্রকাশ কারাট
প্রকাশ কারাট।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 29, 2024 | 1:25 PM

নয়া দিল্লি: চলে গিয়েছেন সীতারাম ইয়েচুরি। তাঁর অবর্তমানে ফাঁকা সিপিআইএমের সাধারণ সম্পাদকের পদ। কে দায়িত্ব নেবেন, তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। আজ, রবিবার সিপিএমের তরফে কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর অন্তর্বর্তীকালীন কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হল প্রকাশ কারাটকে।

আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিতে প্রকাশ কারাটকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে ২৪ তম পার্টি কংগ্রেস বসবে মাদুরাইতে। সেখানেই পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ততদিন পর্যন্ত কো-অর্ডিনেটরের দায়িত্বভার সামলাবেন প্রকাশ কারাট।

গত সপ্তাহের শুক্র ও শনিবারও অনুষ্ঠিত হয়েছে সিপিএমের পলিটব্যুরোর বৈঠক। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আপাতত কাউকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদকের পদে বসানো হবে না। পলিটব্যুরোই দলের যাবতীয় দায়িত্বভার সামলাবে। শুধু পর্যালোচনা ও পথ নির্দেশের জন্য একজন কো-অর্ডিনেটর বাছাই করা হতে পারে।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, সিপিএম  দল গঠন হওয়ার পর থেকে কখনও এমন হয়নি যে সাধারণ সম্পাদক থাকাকালীন কোনও নেতা মারা গিয়েছেন। তাই দলেরও কোনও অভিজ্ঞতা নেই এমন পরিস্থিতি সম্পর্কে।