Cyclone Mocha Update: ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মোখা, পশ্চিমি ঝঞ্ঝায় আজ দিনভর বৃষ্টি এই জায়গাগুলিতে
Weather Forecast: হরিয়ানা ও পার্শ্ববর্তী দক্ষিণ পাকিস্তানের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে দুটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। এরফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ধীরে ধীরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে তাপমাত্রার পতন হচ্ছে। আগামী ১৪ মে অবধি তাপমাত্রা স্বাভাবিক বা তার তুলনায় কমই থাকবে।
নয়া দিল্লি: কাঠফাটা গরমেই এপ্রিল মাস কাটাতে হলেও, মে মাসের শুরু থেকেই মিলছে স্বস্তি। পশ্চিমি ঝঞ্চা (Western Disturbance) ও ঘূর্ণাবর্তের (Cyclonic Circulation) কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজ্যে নেমেছে বৃষ্টি (Rainfall)। এবার বছরের প্রথম ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও দেখা গেল। আগামী দিন কয়েকের মধ্যেই বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড় (Cyclone) হয়ে আছড়ে পড়তে পারে। বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হওয়ায়, ঘূর্ণিঝড় হলে পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওড়িশা(Odisha)-তেই সবথেকে বেশি প্রভাব পড়বে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানায়নি আবহাওয়া দফতর। আপাতত পশ্চিমি ঝঞ্চার জেরেই উত্তর ভারতে বৃ্ষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। উত্তর ভারতের পাঁচ রাজ্যে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
জারি হলুদ সতর্কতা-
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর ভারতের উপরে বর্তমানে একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর জেরে একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশে আজ দিনভর হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশে। এই পাঁচ রাজ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, হরিয়ানা ও পার্শ্ববর্তী দক্ষিণ পাকিস্তানের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে দুটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। এরফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ধীরে ধীরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে তাপমাত্রার পতন হচ্ছে। আগামী ১৪ মে অবধি তাপমাত্রা স্বাভাবিক বা তার তুলনায় কমই থাকবে। ১৪ মে-র পর থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে।বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস-
অন্য়দিকে, ঘূর্ণিঝড় সম্পর্কে জানানো হয়েছে, নিশ্চিতভাবে বলা সম্ভব না হলেও, আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আগামী ১০ মে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হতে পারে মোখা। মূলত পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।
ইতিমধ্যেই দুই রাজ্যের তরফে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন নবান্নের তরফে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management Department) সঙ্গে জরুরি বৈঠকে করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কন্ট্রোল রুম খোলার। অন্যদিকে, মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও এনডিআরএফ কর্তা ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন।