AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Defamation Case: ফের মানহানির খাঁড়া রাহুলের ঘাড়ে, মামলায় নাম জুড়ল সিদ্দারামাইয়া-শিবকুমারেরও

Rahul Gandhi: অভিযোগে বলা হয়, কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই গত ৫ মে কংগ্রেসের তরফে বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয় যেখানে বলা হয় বিজেপি সরকার ৪০ শতাংশ দুর্নীতিতে জড়িত এবং বিগত চার বছরে দেড় লক্ষ কোটি টাকা চুরি করেছে। 

Defamation Case: ফের মানহানির খাঁড়া রাহুলের ঘাড়ে, মামলায় নাম জুড়ল সিদ্দারামাইয়া-শিবকুমারেরও
রাহুল গান্ধী, সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের বিরুদ্ধে মানহানির মামলা।
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 10:55 AM
Share

বেঙ্গালুরু: মানহানির খাড়া আর সরছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi) ঘাড় থেকে। মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির (Defamation Case) মামলায় ফেঁসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই মামলায় সম্প্রতিই দুই বছরের সাজা পেয়েছেন। সাজাপ্রাপ্তির জন্য খুইয়েছেন সাংসদ পদও (MP Post)। ফের একবার রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হল মানহানির মামলা। এবার তিনি একা নন, মানহানির মামলায় কর্নাটকের (karnataka) নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) ও উপমুখ্যমন্ত্রী  ডিকে শিবকুমার(DK Shivakumar)-র নামও রয়েছে তাঁর সঙ্গে। বুধবারই কর্নাটকের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন কংগ্রেস নেতাকে সমন পাঠান। আগামী ২৭ জুলাই এই মানহানির মামলার শুনানি রয়েছে।

জানা গিয়েছে, গত ৯ মে কর্নাটকের রাজ্য বিজেপি সেক্রেটারি কেশব প্রসাদ রাহুল গান্ধী, সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ওই অভিযোগে বলা হয়, কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই গত ৫ মে কংগ্রেসের তরফে বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয় যেখানে বলা হয় বিজেপি সরকার ৪০ শতাংশ দুর্নীতিতে জড়িত এবং বিগত চার বছরে দেড় লক্ষ কোটি টাকা চুরি করেছে।  এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করা হয় এবং অভিযোগ করা হয় যে কংগ্রেসের এই ধরনের প্রচারের জন্যই বিজেপি নির্বাচনে হেরে গিয়েছে। এই প্রচার নিয়েই রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, মানহানির মামলার কথা জানতে পেরেই কংগ্রেসের তরফে বলা হয়, বিজেপি নিজের ব্যর্থতার কারণেই এই ধরনের আচরণ করছে। কর্নাটকে কংগ্রেসের শীর্ষ নেতা সালিম আহমেদ বলেন, “ওরা (বিজেপি) নির্বাচনে হেরে গিয়েছে। সাধারণ মানুষ ওদের বিতাড়িত করেছে। সেই কারণেই ওরা বিরক্ত। ওদের আর কিছু করার নেই, তাই মানহানির মামলা করছে। প্রধানমন্ত্রী তো কোনও তদন্তের নির্দেশ দেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও কোনও পদক্ষেপ করেননি। তাই আমারা সাধারণ মানুষের জন্য কাজ করছি।”