AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajnath Singh: ‘ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি’, পাকিস্তানকে পরমাণু অস্ত্র নিয়ে হুঙ্কার রাজনাথের

Rajnath Singh: জম্মু-কাশ্মীরে পা রেখে রাজনাথ সিং বলেন, "আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে পহেলগাঁওয়ের নিহত নিরাপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই।"

Rajnath Singh: 'ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি', পাকিস্তানকে পরমাণু অস্ত্র নিয়ে হুঙ্কার রাজনাথের
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।Image Credit: PTI
| Updated on: May 15, 2025 | 1:09 PM
Share

শ্রীনগর: ‘অপারেশন সিঁদুর’ দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। এই সফল অভিযান এবং ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির পর আজ জম্মু-কাশ্মীরে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাদামী বাগ ক্যান্টনমেন্টে যান তিনি, সেখানে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়েও বড় বার্তা দেন তিনি।

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “গোটা বিশ্ব ভারত মাতার শক্তি দেখেছে। ভারত মাতা কি জয় বলতেই শত্রুরা কাঁপতে থাকে। ভারত মাতা কি জয় ক্ষেত থেকে মিশনে প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের সেনাবাহিনী পারমাণবিক হুমকিকে ভয় করে না”। এ দিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সেই সুরেই বলেন যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের উপরে আন্তর্জাতিক মহলের নজর রাখা উচিত।

জম্মু-কাশ্মীরে পা রেখে রাজনাথ সিং বলেন, “আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে পহেলগাঁওয়ের নিহত নিরাপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।”

তিনি আরও বলেন, “আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মাঝে আসতে পেরে গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতীয় নাগরিক হিসাবে কৃতজ্ঞতা জানাতে চাই।”

এই বাদামী বাগ ক্যান্টনমেন্টে পাকিস্তানের শেল পড়েছিল। সেই জায়গাও ঘুরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং বলেন, “ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি। উস্কানি দিলে রক্তগঙ্গা বইবে।”

অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি”।