আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু, রাজধানীতে নিষিদ্ধ ডিম-মাংস

উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেছেন, "দিল্লির সরকার বার্ড ফ্লুকে নজরে রেখেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও আধিকারিকদের সঙ্গে সংযোগে রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। বার্ড ফ্লু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে ছড়ায় না।"

আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু, রাজধানীতে নিষিদ্ধ ডিম-মাংস
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 5:28 PM

নয়া দিল্লি: একে করোনায় রক্ষা নেই বার্ড ফ্লু (Bird Flu) দোসর। দেশে সবে নামতে শুরু করেছে করোনার গ্রাফ। রাজ্যে রাজ্যে পৌঁছতে শুরু করেছে ভ্যাকসিন। তার মধ্যেই হাজির নতুন বিপদ। হিমাচল, মধ্য প্রদেশ, দিল্লিতে (Delhi) ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লু। সেই জন্যই সংক্রমণ রুখতে রাজধানীর বিভিন্ন অঞ্চলে মুরগির মাংস, ডিম বিক্রি ও রেস্তরাঁয় ডিম-মাংস সংক্রান্ত খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল উত্তর ও দক্ষিণ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন।

নির্দেশিকায় উত্তর দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে,  অঞ্চলের সমস্ত পোলট্রি মাংস ও মাংসজাত সব ধরনের দ্রব্য বিক্রি বন্ধ রাখতে হবে। প্রত্যেকটি রেস্তরাঁকে জানানো হয়েছে, তারা যেন কোনও ডিম ও মাংস সংক্রান্ত খাবার বিক্রি না করে। নির্দেশিকা না মানলে কড়া পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছে উত্তর দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন।

একই ধরনের নির্দেশিকা জারি করেছে দক্ষিণ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনও। তাদের নির্দেশিকায় জানানো হয়েছে, বার্ড ফ্লুর জন্য পাইকারি পোলট্রি বাজার বন্ধ রাখতে হবে। অন্য কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত মাংস বা মাংস সংক্রান্ত কোনও পণ্য বিক্রি করা যাবে না। সব রেস্তরাঁকেও মাংস ও ডিম সংক্রান্ত খাবার নিষিদ্ধ করতে বলে ইতিমধ্যেই পৌঁছেছে নির্দেশিকা। যদি কেউ এই নির্দেশিকা অমান্য করে তাহলে তার লাইসেন্স কেড়ে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্পোরেশন।

আরও পড়ুন: কৃষক আন্দোলনের জের, শাহের পর এবার প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ দুশ্যন্ত চৌটালার

গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছিলেন, চিন্তার কোনও কারণ নেই। মাংস ও ডিম ঠিকঠাক সেদ্ধ করে খান। কিন্তু করোনা আবহে ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে বার্ড ফ্লু। সোমবার দিল্লি থেকে ভোপালে পরীক্ষার জন্য গিয়েছিল ৮ নমুনা। তার মধ্যেই পজেটিভ রিপোর্ট আসার পর নড়েচড়ে বসেছে কেজরীবাল প্রশাসন। উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেছেন, “দিল্লির সরকার বার্ড ফ্লুকে নজরে রেখেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও আধিকারিকদের সঙ্গে সংযোগে রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। বার্ড ফ্লু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে ছড়ায় না।”