AAP to Hold Rally in Gujarat: আত্মবিশ্বাস বাড়িয়েছে পঞ্জাব, মানকে নিয়েই মোদীর রাজ্যে প্রচারে কেজরীবাল

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 02, 2022 | 8:54 AM

Gujarat Assembly Election 2022: গুজরাটে পৌঁছে গিয়েছেন দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দুদিনের সফরে আজ তাঁরা সবরমতী আশ্রমে যাবেন।

AAP to Hold Rally in Gujarat: আত্মবিশ্বাস বাড়িয়েছে পঞ্জাব, মানকে নিয়েই মোদীর রাজ্যে প্রচারে কেজরীবাল
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: কংগ্রেস, বিজেপিকে ধূলিসাৎ করে পঞ্জাবের গদি দখল করেছে আম আদমি পার্টি (Aam Admi Party)। কিছুটা জায়গা দখল করতে পেরেছে সৈকত রাজ্য গোয়াতেও। এবার গুজরাটে (Gujarat) ভাগ্য পরীক্ষা করতে প্রস্তুত কেজরীবালের দল। গতবারের নির্বাচনে অংশ নিলেও, সেখানে বিশেষ কোনও প্রভাব ফেলতে পারেনি আপ। তবে পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে, সেই কারণেই দ্বিতীয়বার ভাগ্য পরীক্ষা করতে প্রস্তুত তারা। চলতি বছরের দ্বিতীয় ভাগেই গুজরাটে বিধানসভা নির্বাচন  (Gujarat Assembly Election 2022) হওয়ার কথা।

১৯৯৫ সাল থেকেই গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার কেন্দ্রের শাসক দলকেই হারিয়ে রাজ্য দখল করতে চায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দল। ইতিমধ্যেই দলের তরফে একাধিক কর্মসূচির পরিকল্পনা করা হয়ে গিয়েছে।  গুজরাটে পৌঁছে গিয়েছেন দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দুদিনের সফরে আজ তাঁরা সবরমতী আশ্রমে যাবেন। এরপর দুই কিলোমিটার জুড়ে রোড-শোও করবেন। আপের তরফে এই শোভাযাত্রাকে ‘তিরঙ্গা যাত্রা’ নাম দেওয়া হয়েছে। রবিবার তারা আহমেদাবাদের স্বামী নারায়ণ মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে।  উল্লেখ্য, গতবছরই অরবিন্দ কেজরীবাল জানিয়ে দিয়েছিলেন যে, বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনেই লড়বে তাঁর দল।

এদিকে, সম্প্রতিই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়িতে যে হামলা চলেছে, তা মাথায় রেখেই আম আদমি পার্টির গুজরাট সংগঠনের তরফে আহমেদাবাদ পুলিশের কাছে দুই নেতার অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

গতবছর মার্চ মাসে গুজরাটের স্থানীয় নির্বাচনে ভাল ফল করেছিল আম আদমি পার্টি। মোট ৪২টি আসনে জয়ী হয়েছিল তারা। এরমধ্যে ৩১টি আসন তালুকা পঞ্চায়েত, ৯টি পুরসভা ও ২টি জেলা পঞ্চায়েতের।

২০১৭ সালের বিধানসভা নির্বাচন দিয়েই গুজরাটে প্রবেশ করেছিল আম আদমি পার্টি, কিন্তু এক ফোটাও আচঁড় কাটতে পারেনি। দলের যে ২৯ জন উল্লেখযোগ্য নেতাকে নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, তারা সকলেই হেরে গিয়েছিলেন। খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার লাগাতার প্রচারও খুব একটা প্রভাব ফেলতে পারেনি। সেই কারণে এবার নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই প্রচার শুরু করেছেন কেজরীবাল। গত বছরের পঞ্চায়েত নির্বাচনের পরই তিনি রোড-শো করেছিলেন।

অন্যদিকে, শাসক দল বিজেপিও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দিয়ে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছিল। বিজেপির তরফে জানানো হয়েছে, কংগ্রেসের তুলনায় তারা আম আদমি পার্টিকেই বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছে।

আরও পড়ুন: Modi Meets Russian FM: ‘শান্তি ফিরিয়ে আনতে মধ্যস্থতা করতে তৈরি ভারত’ রুশ বিদেশমন্ত্রীকে জানালেন মোদী 
Next Article