AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Election: সাধারণ মানুষের থেকে চাঁদা তুলে নির্বাচনে লড়বে আপ, জানেন কত টাকা লাগবে?

Delhi Election: ভোটযুদ্ধে লড়াইয়ে আপাতত অতিশির ভরসা ক্রাউডফান্ডিং। আর সেই ভরসার জায়গায় থেকে ইতিমধ্যে একটি অনলাইন লিঙ্ক তৈরি করেছে আপ। যেখানে গিয়ে দলকে নির্বাচনে লড়ার জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ।

Delhi Election: সাধারণ মানুষের থেকে চাঁদা তুলে নির্বাচনে লড়বে আপ, জানেন কত টাকা লাগবে?
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনাImage Credit: PTI
| Updated on: Jan 12, 2025 | 6:42 PM
Share

নয়াদিল্লি: জনগণের থেকে চাঁদা তুলে নির্বাচন লড়তে চায় আপ। রবিবার সাংবাদিক বৈঠক থেকে জনগণের কাছে ৪০ লক্ষ টাকা আর্থিক সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা। তাঁর কথায়, ‘মানুষ আমাদের দলের উপর আস্থা রেখেছে। আর সেই আস্থা থেকেই দলকে নির্বাচনে লড়তে অর্থনৈতিক সহযোগিতা জোগাবে জনগণ।’

ভোটযুদ্ধে লড়াইয়ে আপাতত অতিশির ভরসা চাঁদা। আর সেই ভরসার জায়গায় থেকে ইতিমধ্যে একটি অনলাইন লিঙ্ক তৈরি করেছে আপ। যেখানে গিয়ে দলকে নির্বাচনে লড়ার জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ।

এদিন জনতার কাছে কুর্নিশ জানিয়ে অতিশি বলেন, ‘গত পাঁচ বছর ধরে মানুষের বিশ্বাসেই আমি একজন বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছি। জীবনে এত কিছু জনগণের সমর্থন ছাড়া আমার পাওয়া সম্ভব ছিল না।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির এই পথটায় মানুষের সমর্থন ছাড়া আমি একা হাঁটতে পারতাম না। মানুষ আমার উপর আস্থা রেখেছে, প্রতি মুহূর্তে আমাকে সহযোগিতা জুগিয়েছে। এবার নতুন বছরে যখন আমরা আরও একটি নির্বাচনের দোরগোড়ায়, সেই সময় আবারও একবার মানুষের সমর্থনটাই প্রয়োজন।’

এরপর সাধারণের কাছে আর্জি জানিয়ে তিনি বলেন, ‘আমার এই ক্রাউডফান্ডিং আপনাদের অংশগ্রহণ আমার কাম্য। এবং মানুষের কাছে এই অনলাইন লিঙ্কটি ছড়িয়ে দিন যাতে তারাও সাহায্য অংশগ্রহণ করতে পারে।’

এর আগেও একাধিক নির্বাচনে আপ যে জনগণের আর্থিক সহযোগিতায় লড়াই চালিয়েছে, সেই কথাও জানান অতিশি। আসন্ন নির্বাচনে কলকাজি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আপ নেত্রী অতিশি মারলেনা। ওই কেন্দ্রেই তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি নেতা রমেশ বিধুড়ী।