AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Covid Death: দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, ১৫ মাসে সর্বোচ্চ পজিটিভিটি রেট

করোনা সংক্রমণ ঠেকাতে অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও ফের করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪,৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়।

Covid Death: দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, ১৫ মাসে সর্বোচ্চ পজিটিভিটি রেট
ফাইল ছবি
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 10:36 PM
Share

নয়া দিল্লি: ফের করোনা (Covid) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল রাজধানীতে (Delhi)। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু (Covid death) হয়েছে ৫ জনের। আর সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৪০০। ফলে পজিটিভিটি রেট ৩১ শতাংশ পেরোল। এটা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ বলেই দাবি দিল্লি স্বাস্থ্য দফতরের।

দিল্লি স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৯৬ জন। যদিও বৃহস্পতিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। বৃহস্পতিবার দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ১,৫২৭ জন। তবে আক্রান্তের সংখ্যা কমলেও পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছে ৩১.৯ শতাংশে। এর আগে দিল্লিতে সর্বোচ্চ পজিটিভিটি রেট ছিল গত বছরের ১৪ জানুয়ারি, ৩০.৬ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। যদিও ৫ জনের মধ্যে ৪ জনের কো-মর্বিডিটি সহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল এবং ১ জনেরই প্রাথমিক মৃত্যুর কারণ, করোনা।

করোনা সংক্রমণ ঠেকাতে অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও ফের করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪,৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যেই ১,৩৯৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পেরোলেও হাসপাতালে করোনা রোগী ভর্তির হার খুবই কম। কো-মর্বিডিটি ছাড়া করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন না। মাত্র ২৫৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে বর্তমানে বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ২,৯৭৭ জন।

করোনা সংক্রমণ ঠেকাতে আগের মতো কোভিড-বিধি মেনে চলা এবং বুস্টার ডোজ নেওয়ার উপরই জোর দিচ্ছেন স্বাস্থ্য অধিকর্তারা। করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির সাব-ভ্যারিয়ান্ট XBB.1.16 সংক্রমণ ছড়ানোয় বিশেষ ভূমিকা নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্তারা। তবে শিশুদের সংক্রমণের ক্ষেত্রে XBB.1.16 বিশেষ ভূমিকা নিচ্ছে না বলেই বৃহস্পতিবার দাবি জানিয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ।