AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওজন কম চেয়েছিলেন মেজর, Delhi-IIT বানাল বিশ্বের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট

Delhi-IIT world's lightest bulletproof jackets: ২০০৮ সালে সেনার একজন মেজর র‌্যাঙ্কের অফিসার আইআইটির গবেষকদের হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করে দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই সময় সেনা যে জ্যাকেটগুলি ব্যবহার করত, সেগুলি প্রাথমিকভাবে লোহার তৈরি হত। ওজন ছিল ২২ থেকে ২৫ কেজি।

ওজন কম চেয়েছিলেন মেজর, Delhi-IIT বানাল বিশ্বের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট
আইআইটি-দিল্লির তৈরি করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলি ওজন প্রায় ২ কেজি কমImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 7:45 AM
Share

নয়া দিল্লি: ওজন মাত্র ৮.২ কিলোগ্রাম। বিশ্বের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করলেন আইআইটি-দিল্লির গবেষকরা। ভারতীয় সেনা বর্তমানে যে বুলেটপ্রুফ জ্যাকেটগুলি ব্যবহার করে, সেগুলির ওজন প্রায় ১০.৫ কিলোগ্রাম। অর্থাৎ, আইআইটি-দিল্লির তৈরি করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলি ওজন প্রায় ২ কেজি কম। তবে ওজনে কম হলেও, শক্তি বা ক্ষমতায় কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই এই বুলেটপ্রুফ জ্যাকেটগুলি। একে-সিরিজ, অর্থাৎ, অটোমেটিক কালাশনিকভ সিরিজের রাইফেল থেকে ছোড়া আটটি বুলেটকে থামাতে পারে এই জ্যাকেটগুলি। জ্যাকেটটির আরেকটি সংস্করণও তৈরি করেছেন আইআইটির গবেষকরা। সেগুলির ওজন একটু বেশি, ৯.৫ কিলোগ্রাম। তবে, এই সংস্করণের বুলেটপ্রুফ জ্যাকেটগুলি স্নাইপার রাইফেল থেকে ছোড়া ছয়টি গুলি পর্যন্ত থামাতে পারে।

আইআইটি দিল্লির ‘সেন্টার অব এক্সিলেন্স অন পার্সোনাল বডি আর্মার’-এর অধ্যাপক নরেশ ভাটনগর জানিয়েছেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-র সহযোগিতায় এই বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করা হয়েছে। ১৫ বছরের গবেষণা এবং পরিশ্রমের ফসল এই বিশ্বের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট। কিন্তু, আইআইটি হঠাৎ সেনার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করতে শুরু করল কীভাবে? নরেশ ভাটনগর জানিয়েছেন, ২০০৮ সালে সেনার একজন মেজর র‌্যাঙ্কের অফিসার আইআইটির গবেষকদের হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করে দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই সময় সেনা যে জ্যাকেটগুলি ব্যবহার করত, সেগুলি প্রাথমিকভাবে লোহার তৈরি হত। ওজন ছিল ২২ থেকে ২৫ কেজি। ওই মেজর, তাঁর কর্তব্য পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, জ্যাকেটগুলির ওজন কম হলে, সেনারা আরও কার্যকরভাবে তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন।

নতুন যে হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেটগুলি তৈরি করা হয়েছে, সেগুলিতে মূলত পলিমার ও সেরামিক ব্যবহার করা হয়েছে। ২৫ জন এমটেক এবং ১২ জন পিএইচডি কোর্সের শিক্ষার্থী এই জ্যাকেট তৈরি নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন। এর বিভিন্ন দিক সম্পর্কে গবেষণাপত্র প্রকাশ করেছেন। তৈরির পর, গ্যাস বন্দুক দিয়ে ব্যালিস্টিক বুলেট ছুড়ে জ্যাকেটগুলির সক্ষমতা পরীক্ষা করা হয়েছিল। তারপর, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের অনুমোদন পেয়েছে এটি। আগামী মাসে জার্মানিতে ন্যাটোর সম্মেলন রয়েছে। সেখানে এই বুলেটপ্রুফ জ্যাকেটগুলি প্রদর্শন করা হবে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই ভারতীয় সেনা দেশিয়ভাবে তৈরি এই বুলেটপ্রুফ জ্যাকেটগুলি ব্যবহার করা শুরু করবে।