AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গর্ভের সন্তানের বাবা কে? গর্ভবতী মহিলাকে কুপিয়ে খুন প্রেমিকের, স্বামী মেরে ফেললেন প্রেমিককে!

Murder Case: রাম নগর এলাকার বাসিন্দা শালিনী (২২) গৃহবধু ছিলেন। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে, বর্তমানেও গর্ভবতী ছিলেন। তাঁর স্বামী আকাশ (২৩) পেশায় ই-রিকশা চালক। আশু ওরফে শৈলেন্দ্র (৩৪) স্থানীয় অপরাধী। তাঁর সঙ্গে শালিনীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়।    

গর্ভের সন্তানের বাবা কে? গর্ভবতী মহিলাকে কুপিয়ে খুন প্রেমিকের, স্বামী মেরে ফেললেন প্রেমিককে!
সংগৃহীত ছবি।Image Credit: X
| Updated on: Oct 19, 2025 | 3:00 PM
Share

নয়া দিল্লি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, রাজধানীর বুকে দিনে-দুপুরে খুন দুইজন। এক গর্ভবতী মহিলাকে প্রকাশ্যে খুন করলেন তাঁর প্রেমিক। আর তারপরই ওই মহিলার স্বামী খুন করলেন স্ত্রীর খুনিকে!

ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লিতে। রাম নগর এলাকার বাসিন্দা শালিনী (২২) গৃহবধু ছিলেন। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে, বর্তমানেও গর্ভবতী ছিলেন। তাঁর স্বামী আকাশ (২৩) পেশায় ই-রিকশা চালক। আশু ওরফে শৈলেন্দ্র (৩৪) স্থানীয় অপরাধী। তাঁর সঙ্গে শালিনীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়।

আশুর দাবি ছিল, শালিনীর গর্ভে থাকা সন্তান তাঁর। আশু চেয়েছিল শালিনী তাঁর স্বামীকে ছেড়ে চলে আসুক, কিন্তু শালিনী তা চায়নি। এই নিয়েই যুগলের মধ্যে অশান্তি হয়। গতকাল, শনিবার রাতে আকাশ ও শালিনী কুতুব রোডে তাঁর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হঠাৎ আশু হাজির হয় এবং আকাশের উপরে ছুরি নিয়ে হামলা করে। তখন লক্ষ্য করে শালিনী ই-রিকশাতে বসে আছে। সঙ্গে সঙ্গে সে তাঁর উপরে হামলা করে, একের পর এক ছুরির কোপ মারতে থাকে। আকাশ তাঁর স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়। কোনওমতে আশুর হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাঁকেই কোপ মারে। আশুর মৃত্যু হয়।

শালিনীর ভাই রোহিত এসে তাদের উদ্ধার করে। আশুকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শালিনী ও আশুকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আকাশ।

শালিনীর মা শীলা জানিয়েছেন, আকাশের সঙ্গে কয়েক বছর আগে সম্পর্ক খারাপ হয়। তখনই আশুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। শালিনী আশুর সঙ্গে বেশ কিছুদিন লিভ ইনেও ছিল। পরে শালিনী ও আকাশের মিটমাট হয়ে যায় এবং তারা আবার একসঙ্গে থাকতে শুরু করে। এতেই আরও ক্ষুব্ধ হয় আশু। শালিনীর গর্ভস্থ সন্তানের বাবা কে, তা নিয়েও লড়াই হয়, সেখান থেকেই শনিবারের মর্মান্তিক ঘটনা।