TMC: রামলীলা ময়দানে তৃণমূলের ধর্না কর্মসূচিতে বাধা, অনুমতি দিল না দিল্লি পুলিশ
MNREGA protest rally at Ram Leela Maidan: ২ অক্টোবর, গান্ধী জয়ন্তির দিন নয়া দিল্লির রামলীলা ময়দানে একটি প্রতিবাদ সভা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, সেই সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, "বাংলার কণ্ঠ রোধ করা হচ্ছে।"

নয়া দিল্লি: মনরেগা প্রকল্প বা ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ বরাদ্দ না করা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সঙ্গে তরজা চলছে রাজ্যের। এর প্রতিবাদে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তির দিন নয়া দিল্লির রামলীলা ময়দানে একটি প্রতিবাদ সভা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, সেই সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, “বাংলার কণ্ঠ রোধ করা হচ্ছে। ন্যায্য পাওনার লড়াইয়ের কণ্ঠরোধ করা হল। বিজেপিই এই সভা করতে দিল না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত।” এই প্রতিবাদ সভা করতে না দেওয়ার প্রতিবাদে কি অন্য কোনও কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস? কুনাল ঘোষ জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই এই বিষয়ে কোনও ঘোষণা করা হবে।
এদিন কুনাল ঘোষ বলেন, “আমরা ২ অক্টোবর রামলীলা ময়দানে মনরেগা প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে সভা করতে চেয়ছিলাম। আমাদের কর্মীরা সেখানে ধর্না দেবেন বলে ঠিক হয়েছিল। এর জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। তবে, দিল্লি পুলিশ সেই অনুমতি দেয়নি। মোদীর ভারতে, বাংলার ন্যায্য পাওনার দাবিতে আমরা নীরব প্রতিবাদও জানাতে পারব না।”
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।
