Republic Day 2022: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা, বসানো হয়েছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম
Republic Day of India: নয়া দিল্লির ডিসিপি দীপক যাদব জানিয়েছেন, জঙ্গি নাশকতার সম্ভাবনার পাশাপাশি বাড়তে থাকা করোনা সংক্রমণও দিল্লি পুলিশের চিন্তা আরও বাড়িয়েছে।
নয়া দিল্লি: সামনেই দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। প্রত্যেকবার দেশের এই বিশেষ দিন সাড়ম্বরে পালন করে আসমুদ্রহিমাচল। এবারের প্রজাতন্ত্র দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে। সম্প্রতি, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গাজিপুরের ফুলের বাজারে উদ্ধার হওয়া আইইডি বিস্ফোরক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নিয়েছে দিল্লি পুলিশের আধিকারিকরা। রাজধানীর রাজপথে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বসানো সহ ৩০০ টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
নয়া দিল্লির ডিসিপি দীপক যাদব জানিয়েছেন, জঙ্গি নাশকতার সম্ভাবনার পাশাপাশি বাড়তে থাকা করোনা সংক্রমণও দিল্লি পুলিশের চিন্তা আরও বাড়িয়েছে। জানা গিয়েছে, পুলিশকে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। দীপক যাদব জানিয়েছেন, “নয়া দিল্লি এলাকা ও তার আশেপাশে বসবাসকারী ভাড়াটে এবং হোটেলগুলিতে থাকা অতিথিদের ওপর বাড়তি নজরদারি করা হচ্ছে। এবং প্রয়োজনে তাদের পরিচয় যাচাইযের প্রক্রিয়াও চলছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাত পদক্ষেপের জন্য কুইক রেসপন্স টিম তৈরি রাখা রয়েছে। কোনও ধরনের উড়ন্ত বস্তু যেন নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে সেই কারণে অ্যান্টি ড্রোন টিমও মোতায়েন করা হচ্ছে।”
দিল্লি পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম থাকা ৩০০ টি সিসিটিভি ক্যামেরা শহরের নানা যায়গায় বসানো হবে। ওই সিস্টেমে ৫০ হাজার জন্য সন্দেহভাজন অপরাধীর তথ্য থাকবে। ক্যামেরাতে তাদের দেখা পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে তাদের সনাক্ত করা সম্ভব হবে। সূত্র মারফত জানা গিয়েছে, করোনা বিধির কারণে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের মোট ৪ হাজার টিকিট বাজারে পাওয়া যাবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সর্বাধিক ২৪ হাজার জন উপস্থিত থাকতে পারেন বলেই জানিয়েছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন : Covid-19 Vaccination : ফেব্রুয়ারিতে শেষ হতে পারে ১৫-১৮ বছরের টিকাকরণ, মার্চেই ১২-১৪ বছরের টিকাকরণ
আরও পড়ুন : Republic Day Tableau : বাংলার পর এইবার তামিলনাড়ু, ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের