Covid-19 Vaccination : ফেব্রুয়ারিতে শেষ হতে পারে ১৫-১৮ বছরের টিকাকরণ, মার্চেই ১২-১৪ বছরের টিকাকরণ
Covid-19 Vaccination : মার্চেই শেষ হতে পারে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ। তাই সেই মাসেই শুরু হতে পারে ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাকরণ।
নয়া দিল্লি : মার্চ মাসেই ভারতে শুরু হতে পারে ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) এর কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরা। মার্চের মধ্যে ১৫-১৮ বছর বয়সীদের ততদিনে কোভিডের দুটো টিকায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাই মার্চ থেকেই ১২-১৪ বয়সীদের টিকাকরণ কর্মসূচির কথা ভাবা হচ্ছে। এখনও অবধি ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে ৭.৪ কোটি (৭,৪০,৫৭০০) জনসংখ্যার মধ্যে ইতিমধ্যে ৩.৪৫ কোটির বেশি জনসংখ্যার কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অরোরা বলেছেন, আগামী ২৮ দিনের মধ্যে তাদের দ্বিতীয় ডোজও দেওয়া হয়ে যাবে।
ডাঃ অরোরা আরও বলেছেন, “এই বয়সের কিশোর-কিশোরীরা কোভিড টিকাকরণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, এবং এই গতিতে টিকাকরণ প্রক্রিয়া এগোলে, ১৫-১৮ বছর বয়সী বাকি সুবিধাভোগীদের জানুয়ারির শেষের দিকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে যাবে এবং পরবর্তীতে তাদের দ্বিতীয় ডোজ ফেব্রুয়ারির শেষের মধ্যে দেওয়া হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।” ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন এর কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরা জানিয়েছেন, ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ সম্পূর্ণ হলেই কেন্দ্রের তরফে মার্চ মাসে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণের সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তিনি জানিয়েছেন, ১২-১৪ বছরের মধ্যে প্রায় ৭.৫ কোটি কিশোর-কিশোরী আছে। সকাল ৭ টায় প্রকাশিত কোভিড টিকাকরণের প্রভিশনাল রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৩৯ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে ডোজের সংখ্যাটা ১৫৭.২০ কোটি পার করে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য আজ টুইট বার্তায় জানিয়েছেন, “কোভিড টিকাকরণের জন্য কিশোর-কিশোরীদের মধ্যে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে। ৩ জানুয়ারি থেকে ৩.৫ কোটির বেশি সংখ্যক ১৫-১৮ বছর বয়সী ছেলে-মেয়েরা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। আমার এই তরুণ বন্ধুরা যাঁরা টিকা পেয়েছেন তাঁদের অভিনন্দন। ” গতকালই কোভিড টিকাকরণের ১ বছর পূর্তি হয়েছে। ১৬ জানুয়ারি দেশ জুড়ে বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। প্রথম ভাগে স্বাস্থ্য কর্মীদের টিকাকরণ হয়। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া শুরু হয়। তারপর ধাপে ধাপে দেশের বিভিন্ন বয়সী জনগণের জন্য টিকাকরণ শুরু হয়।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি থেকে দেশে প্রিকশনারি ডোজ দেওয়া শুরু হয়েছে। সব স্বাস্থ্যকর্মী, কোভিড যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তি যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁরা এই ডোজ পাবেন। সম্প্রতি দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। দৈনিক সংক্রমণ প্রায় তিন লক্ষের কাছাকাছি ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৫৮,০৮৯। এতদিন অবধই মোট ৮,২০৯ টি ওমিক্রন কেস শনাক্ত হয়েছে। সম্প্রতি কোভিডের এই ঊর্ধ্বগামী গ্রাফের পিছনে ওমিক্রনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : PM Modi: কোন পথে ঘুরে দাঁড়াবে অর্থনীতি! ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে আজ ভাষণ মোদীর