DGMO: ‘পাকিস্তান থেকে এসেছে ফোন…’, কী বলা হয়েছিল? সাংবাদিক বৈঠক করে বড় বার্তা ভারতের DGMO-র
DGMO: রবিবার সকালেও পাক ডিজিএমও-র সঙ্গে কথা হয়েছে বলে জানালেন ভারতের ডিজিএমও। তিনি এটাও স্পষ্ট করে দেন, " আজ (রবিবার) ফের পাকিস্তান সংঘর্ষবিরতি ভাঙলে কড়া জবাব দেবে ভারত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর।"

নয়া দিল্লি: গত পাঁচ দিন ধরে দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত ঘিরে উদ্বেগ বাড়ছিল। শেষ পর্যন্ত শনিবার যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন প্রথম। কিন্তু সংঘর্ষবিরতির জন্য ফোন এসেছিল পাকিস্তানের থেকেও। সাংবাদিক বৈঠকে জানালেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই। তিনি বলেন, “পাকিস্তানের DGMO ফোন করে সংঘর্ষবিরতির জন্য অনুরোধ করেন। তারপরও পাকিস্তান সংঘর্ষ বিরতি ভেঙেছে। গতকাল বিকাল পাঁচটায় সংঘর্ষবিরতি হয়, তারপর সন্ধ্যা সাতটা থেকেই গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান।”
রবিবার সকালেও পাক ডিজিএমও-র সঙ্গে কথা হয়েছে বলে জানালেন ভারতের ডিজিএমও। তিনি এটাও স্পষ্ট করে দেন, ” আজ (রবিবার) ফের পাকিস্তান সংঘর্ষবিরতি ভাঙলে কড়া জবাব দেবে ভারত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর।”
ইতিমধ্যেই ভারত POK-তে পাঁচটি ও পাকিস্তানে ৪টি জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করেছে । ভারতে ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। প্রত্যাঘাতে ৩৫-৪০ সেনার মৃত্যু হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন DGMO।
মার্কিন মধ্যস্থতায় গত শনিবার ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। তাতে খানিকটা মনে হয়েছিল পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। গত মঙ্গলবার বেশি রাত থেকে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানও ভারতীয় ভূখণ্ডের দিকে ড্রোন হামলা এবং গোলাবর্ষণ শুরু করেছিল। যার বেশির ভাগই প্রতিহত করেছে ভারত। সংঘর্ষবিরতি হওয়ায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছিলেন সীমান্তের বাসিন্দারা। গত পাঁচ দিনে গোলাবর্ষণে তাঁরা ভয়ে কাঁটা! কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হল না। সংঘর্ষ বিরতির ঘণ্টা দেড়েকের পর থেকেই গুলি চালনা শুরু করে পাকিস্তান। তাকেও প্রতিহত করে ভারত।

