Dharmendra Pradhan: স্কিল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Dharmendra Pradhan: স্কিল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এদিন তিনি স্কিল ইন্ডিয়া ডিজিটালের (SID) উদ্বোধন করেন। বাণিজ্য-নির্ভর দক্ষতা প্রশিক্ষণ, চাকরির দিশা এবং শিল্প উদ্যোক্তাদের সহায়তা করবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। এর ফলে দেশের বহু যুবক-যুবতী উপকৃত হবেন বলে কেন্দ্রের বক্তব্য।
নয়াদিল্লি: ডিজিটাল প্রযুক্তিতে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে দেশ। এই পরিস্থিতিতে আরও একটি পদক্ষেপ। সমস্ত স্কিল ডেভেলপমেন্ট উদ্যোগ এবার একটাই প্ল্যাটফর্মে। এর জন্য স্কিল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এদিন তিনি স্কিল ইন্ডিয়া ডিজিটালের (SID) উদ্বোধন করেন। বাণিজ্য-নির্ভর দক্ষতা প্রশিক্ষণ, চাকরির দিশা এবং শিল্প উদ্যোক্তাদের সহায়তা করবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। এর ফলে দেশের বহু যুবক-যুবতী উপকৃত হবেন বলে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য।
স্কিল ইন্ডিয়া ডিজিটালের সুবিধা যাতে সহজেই পাওয়া যায়, সেদিকে নজর রাখা হয়েছে। দেশের একাধিক ভাষায় এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। এবং এই ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষিতও। যুবক-যুবতীরা নিজেদের সিভি এখানে আপলোড করতে পারবেন। এই প্ল্যাটফর্মে কেন্দ্র ও রাজ্যগুলির প্রশিক্ষণের সুবিধাও পাওয়া যাবে।
এদিন স্কিল ইন্ডিয়া ডিজিটালের উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই প্ল্যাটফর্ম যেকোনও জায়গায়, যেকোনও সময় যেকেউ ব্যবহার করতে পারবেন। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা বড় পদক্ষেপ। তিনি আরও বলেন, ডিজিটাল টেকনোলজিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত। কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে দেশ। এটা দেশের আর্থিক উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন।