AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airplane: প্লেনের টায়ারও কি পাংচার হয়? জানুন বিস্তারিত…

Knowledge Story: অনেকের তো কৌতুহল থাকতেই পারে! এমন কৌতুহল থাকা অস্বাভাবিক নয়। রাস্তায় চলতে চলতে যে যান-বাহনের টায়ারে কখনও কাচের টুকরো কিংবা পেরেক, ধারালো কোনও কিছুর কারণে পাংচার হয়েই থাকে। সেই থেকেই প্রশ্নটা।

Airplane: প্লেনের টায়ারও কি পাংচার হয়? জানুন বিস্তারিত...
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jun 17, 2025 | 9:32 PM

বাইক, স্কুটি, সাইকেল কিংবা গাড়ি, বাস। যাই বলুন না কেন, টায়ার পাংচার হওয়ার বিষয়টি কারও কাছে অজানা নয়। কিন্তু প্লেনের টায়ারও কি পাংচার হয়? মনে হতেই পারে, এ আবার কেমন উদ্ভট প্রশ্ন? অনেকের তো কৌতুহল থাকতেই পারে! এমন কৌতুহল থাকা অস্বাভাবিক নয়। রাস্তায় চলতে চলতে যে যান-বাহনের টায়ারে কখনও কাচের টুকরো কিংবা পেরেক, ধারালো কোনও কিছুর কারণে পাংচার হয়েই থাকে। সেই থেকেই প্রশ্নটা।

আবার মনে হতে পারে, প্লেনের টায়ার কতটা গুরুত্বপূর্ণ! বেশির ভাগ সময় আকাশেই থাকে বিমান। কিন্তু টায়ারের গুরুত্ব অসীম। তার উপর এত ভারী একটা বিমানের চাকা। সেই টায়ারের ক্ষমতাও বিশাল। বিমান যতই আকাশে থাকুক, ল্যান্ড তো করতেই হবে। টেক অফও করতে হবে। আর সে সময় রানওয়ে দিয়ে এই টায়ারের সাহায্যেই চলতে হবে। এমনকি ল্যান্ড করার পর তা সঠিক জায়গায় পার্ক করার ক্ষেত্রেও। বিমানের ব্রেক সিস্টেমের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ এই টায়ার।

টায়ার পাংচারের সম্ভাবনা কতটা? একটা প্রশ্ন আসতেই পারে, রাস্তা আর রানওয়ে দুটো এক হলেও আদতে এক নয়। রাস্তায় কাচের টুকরো, পেরেক বা ধারালো কিছু পড়ে থাকা সাধারণ ব্যাপার। রানওয়েতে সেই সম্ভাবনা ক্ষীণ। তা হলে কী ভাবে টায়ার পাংচার হবে! এরপরও যে কৌতুহল জাগে, প্লেনের টায়ার পাংচার হয় কি না, উত্তরটা হল হ্যাঁ। হতেই পারে। কিন্তু এর মাত্র খুবই কম। কালে-ভদ্রে এমনটা দেখা যায়। প্লেনের টায়ার টিউবলেস হয়। যথেষ্ঠ শক্তিশালী ভাবেই তৈরি। এর ভেতরে থাকে নাইট্রোজেন গ্যাস। এই গ্যাসই কেন ব্যবহার হয়? যাতে ভিন্ন তাপমাত্রার কারণে কোনও সমস্যা না হয়, সে কারণেই নাইট্রোজেন গ্যাস। ঠান্ডা আবহাওয়া হোক কিংবা গরম, এর ফলে টায়ারে কোনও প্রভাব পড়ে না।

কতটা ওজন বইতে পারে প্লেনের চাকা? বিশেষজ্ঞদের মতে, একটি চাকা অন্তত ৩৮ টন ওজন নিতে পারে। টায়ার যত ভালো কিংবা শক্তিশালীই হোক না কেন, রানওয়ে যদি খারাপ হয়, এর ক্ষতি হতেই পারে। এমন ঘটনা বিরল হলেও একেবারেই যে ঘটে না, তাও নয়। তবে বাস, লরি, গাড়ি, বাইক বা সাধারণ রাস্তায় যা চলে সেসব যানবাহনের নিরিখে প্লেনের টায়ার পাংচারের সম্ভাবনা খুবই কম।