AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adipurush: দেশবাসীর কোনও বুদ্ধি নেই? আদিপুরুষ ছবির নির্মাতাদের ভর্ৎসনা এলাহাবাদ হাইকোর্টের

কোনও মহাকাব্যের আদলে কোনও ছবি তৈরি হলে মহাকাব্যের মূল বিষয়ে পরিবর্তন করা উচিত নয় বলে মনে করছে আদালত। এ বিষয়ে বিচারক বলেছেন, “এই ছবির সংলাপ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। রামায়ণ আমাদের কাছে সম্পূর্ণতার আদর্শ। লোকে বাড়ি থেকে বেরনোর আগে রামচরিতমানস পড়ে বের হন।”

Adipurush: দেশবাসীর কোনও বুদ্ধি নেই? আদিপুরুষ ছবির নির্মাতাদের ভর্ৎসনা এলাহাবাদ হাইকোর্টের
আদিপুরুষ
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 9:27 PM
Share

এলাহাবাদ: আদিপুরুষ ছবি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে দেশে। এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। বিভিন্ন থানায় এ নিয়ে যেমন অভিযোগ দায়ের হয়েছে, তেমনই আদালতেও দায়ের হয়েছে মামলা। আদিপুরুষ নিষিদ্ধ করার দাবি নিয়ে মামলা দায়ের হয়েছে এলাহাবাদ হাইকোর্টেও। সেই মামলার শুনানি হয়েছে মঙ্গলবার। শুনানির সময় ছবি নির্মাতাদের তীব্র ভর্ৎসনা করেছে আদালত। হিন্দু মহাকাব্য রামায়ণের অনুপ্রেরণায় তৈরি আদিপুরুষের সংলাপে দেশবাসীর একটা বড় অংশের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। সেই বিষয়টিও নজরে এসেছে আদালতের। সে জন্যই এলাহাবাদ হাইকোর্টের বিচারকরা সিনেমাটির সহ লেখক মণীশ মুন্তাশির শুক্লাকে এই মামলার পার্টি হিসাবে যুক্ত করার নির্দেশও দিয়েছেন।

কোনও মহাকাব্যের আদলে কোনও ছবি তৈরি হলে মহাকাব্যের মূল বিষয়ে পরিবর্তন করা উচিত নয় বলে মনে করছে আদালত। এ বিষয়ে বিচারক বলেছেন, “এই ছবির সংলাপ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। রামায়ণ আমাদের কাছে সম্পূর্ণতার আদর্শ। লোকে বাড়ি থেকে বেরনোর আগে রামচরিতমানস পড়ে বের হন।” হিন্দু ধর্ম সহিষ্ণু বলেই তাঁর স্বাদ হরণ করা যায় না বলেও মনে করে আদালত। এমনকি এই সিনেমা কী ভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল, তা নিয়েও প্রশ্ন তুলেছে এলাহাবাদ হাইকোর্ট।

আদিপুরুষকে নিষিদ্ধ করার দাবিতে দায়ের হওয়া মামলায় শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, “এই ছবি দেখার পর দর্শকরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাননি এটা ভাল লক্ষণ। হনুমান ও সীতাকে যে ভাবে দেখানো হয়েছে, মনে হয়েছে তাঁদের কোনও গুরুত্বই নেই। কিছু দৃশ্য রীতিমতো প্রাপ্তবয়স্কদের জন্য। এই ছবি দেখা বেশ সমস্যার।” এর পরই ছবি নির্মাতাদের ভর্ৎসনা করে বিচারপতিরা বলেছেন, “আপনি ছবিতে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, রাবণ, লঙ্কা দেখাচ্ছেন, আর বলছেন এটা রামায়ণ নয়। আপনাদের কী মনে হয় দেশবাসীর কোনও বুদ্ধি নেই?”