DRDO: ঈগলের তেজ, বাজপাখির নজর! আকাশে উড়ছে ওটা কী? পাক বধে প্রতিরক্ষা ক্ষেত্রে হাত আরও শক্ত হল ভারতের, বড় ছাপ রাখল DRDO
DRDO: ডিআরডিও-র এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টের (এডিআরডিই) হাতেই এটি তৈরি হয়েছে। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত ডিআরডিওর চেয়ারম্যান সামির ভি কামাত। এই সফল ট্রায়াল ডিআরডিও-র জন্য নতুন মাইলফলক বলেই মনে করেছেন তিনি।

নয়া দিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও ক্ষমতা বাড়ল ভারতের। বড় ছাপ রাখল DRDO। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের সফল ট্রায়াল হয়ে গেল দেশের মাটিতেই। ধ্যপ্রদেশের শেওপুরে হল ট্রায়াল। ৬২ মিনিট ধরে চলে গোটা প্রক্রিয়া। ইতিমধ্যেই ডিআরডিও-র তরফে ট্রায়ালের ভিডিয়ো সামনে আনা হয়েছে। পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। আকাশপথে নজরদারির ক্ষেত্রে এই নয়া সিস্টেম বড় ছাপ যে রাখতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের হাতে তৈরি এই স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মে রয়েছে ‘আর্থ অবজারভেশনের’ মতো আধুনিক প্রযুক্তি। যা দিয়ে একেবারে উচ্চমানের নজরদারি চালানো সম্ভব। আকাশ থেকে নজর রেখে স্পর্শকাতর তথ্য তুলে আনার ক্ষেত্রে এই নয়া সিস্টেম আগামীতে বড় ছাপ রাখতে চলেছে। বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে ভারত-সহ গুটিকয়েক দেশের কাছে এই ধরনের বিশ্বমানের প্রযুক্তি রয়েছে। রিয়েল-টাইম ডেটা সংগ্রহ করতেও এর জুড়ি মেলা ভার। একইসঙ্গে আকাশের মন বুঝে আবহাওয়ার খবর দিতেও সিদ্ধহস্ত। যা পরোক্ষভাবে হাত শক্ত করবে আম আদমি থেকে সেনারও।
DRDO successfully conducts maiden flight trial of Stratospheric Airship with instrumental payload to an altitude of around 17 kms. This lighter than air system will enhance India’s earth observation and Intelligence, Surveillance & Reconnaissance capabilities, making the country… pic.twitter.com/HXeSl59DyH
— DRDO (@DRDO_India) May 3, 2025
ডিআরডিও-র এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টের (এডিআরডিই) হাতেই এটি তৈরি হয়েছে। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত ডিআরডিওর চেয়ারম্যান সামির ভি কামাত। এই সফল ট্রায়াল ডিআরডিও-র জন্য নতুন মাইলফলক বলেই মনে করেছেন তিনি। আগামীতে এই ধরনের গবেষণা ও তার বাস্তবায়ন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার হাত আরও শক্ত করবে বলেই মত তাঁর। ডিআরডিও-র ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। তাঁর কথায়, “এর ফলে আর্থ ওবজারভেশন, গোয়েন্দা ইনপুট পাওয়া, সামগ্রিক নজরদারির ক্ষমতা আরও অনেকটাই বেড়ে যাবে।” একইসঙ্গে তাঁর মত, এর ফলে মহাকাশ গবেষণায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে গোটা বিশ্বের মধ্যেই ভারতের প্রভাব অনেকটাই বাড়বে।
