Drone strike: মাঝ সমুদ্রে দাউদাউ করে জ্বলছে জাহাজ, ভারত মহাসাগরে আতঙ্ক
Drone strike: সোমবার ভারতীয় নৌবাহিনী ছিনতাই হওয়া মাল্টা-পতাকাবাহী কার্গো জাহাজ থেকে একজন আহত নাবিককে সরিয়ে নেয়। তারপর কয়েকদিন পরই গুজরাট বন্দরের অদূরে জাহাজের উপর ড্রোন হামলার ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই সংশয় বেড়েছে।

নয়া দিল্লি: ভারত মহাসাগরে জাহাজের উপর ড্রোন হামলার ঘটনা ঘটল। জাহাজটিতে ড্রোন হামলার পর জাহাজটিতে আগুনও ধরে যায়। সেই সময় জাহাজটিতে ক্রু-সহ ২০ ভারতীয় ছিলেন। গুজরাট পোরবন্দর উপকূল থেকে কিছুটা দূরে শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কারা পণ্যবাহী জাহাজটির উপর ড্রোন হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। কেউ ঘটনার দায় নেয়নি। ভারত মহাসাগরে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
জানা গিয়েছে, এমভি চেম প্লুটো নামক বাণিজ্যিক জাহাজের উপরই ড্রোন হামলা হয়। জাহাজটি ক্রুড তেল নিয়ে সৌদি আরবের একটি বন্দর থেকে ম্যাঙ্গালুরুর দিকে যাচ্ছিল। পোরবন্দরের উপকূল থেকে ২১৭ নটিক্যাল দূরত্বে জাহাজটির উপর ড্রোন আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। বরাতজোরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
প্রতিরক্ষা আধিকারিক জানান, কোস্ট গার্ড জাহাজ, ICGS বিক্রম ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দিচ্ছিল। বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার খবর পেয়েই ICGS বিক্রম-কে পোরবন্দরের দিকে যায় এবং ওই জাহাজের মধ্য থেকে সকলকে নিরাপদে উদ্ধার করে। এই ঘটনার পর বন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। উপকূলরক্ষী বাহিনীকে সমস্ত জাহাজের উপর সতর্ক নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার ভারতীয় নৌবাহিনী ছিনতাই হওয়া মাল্টা-পতাকাবাহী কার্গো জাহাজ থেকে একজন আহত নাবিককে সরিয়ে নেয়। তারপর কয়েকদিন পরই গুজরাট বন্দরের অদূরে জাহাজের উপর ড্রোন হামলার ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই সংশয় বেড়েছে।
