Earthquake in Afghanistan: রিখটার স্কেলে মাত্রা ৬.৬, ভয়াবহ কম্পন অনুভূত দিল্লিতেও

Earthquake in Afghanistan: মঙ্গলবার রাত ১০ টা ১৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে।

Earthquake in Afghanistan: রিখটার স্কেলে মাত্রা ৬.৬, ভয়াবহ কম্পন অনুভূত দিল্লিতেও
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 11:08 PM

নয়া দিল্লি: ভয়াবহ কম্পন অনুভূত হল দেশের উত্তরে। দিল্লি, উত্তর প্রদেশ সহ দেশের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হল মঙ্গলবার রাতে। আচমকা তীব্র কম্পনে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন বহু মানুষ। সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের কাছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৬। রাত ১০ টা ১৭ মিনিট নাগাদ আচমকাই তীব্র কম্পন অনুভব করতে পারেন দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা। প্রায় ৩০ সেকেন্ড ধরে সেই কম্পন স্থায়ী হয় বলে জানা গিয়েছে।

কেউ নৈশ আহারে ব্যস্ত ছিলেন, কেউ ঘুমোতে যাচ্ছিলেন। হঠাৎ কম্পনে ভয় পেয়ে যান নয়ডা, গাজিয়াবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। অনেকেই শিশু সন্তানকে কোলে জড়িয়ে নেমে আসেন রাস্তায়। বাসিন্দাদের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, বাড়ির আলো, পাখাও দুলছিল।

মূলত হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্পের উৎস স্থল। ভারত ছাড়াও কম্পন অনুভূত হয়েছে তুর্কমেনিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন, আফগানিস্তান ও কিরঘিজস্তানে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আফগানিস্তান থেকে ৯০ কিলোমিটার দূরে কালাফগানে এই কম্পনের উৎসস্থল।