ECI Hikes BLO Remuneration: দ্বিগুণ টাকা BLO-দের, ERO-রাও পাবেন মোটা টাকা, ঘোষণা কমিশনের

BLO Salary Hike: এবার প্রতি নির্বাচন সাইকেলে দ্বিগুণ টাকা পাবেন বুথ লেভেল অফিসাররা। ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। তার মাঝেই বিএলও-দের জন্য বড় ঘোষণা। 

ECI Hikes BLO Remuneration: দ্বিগুণ টাকা BLO-দের, ERO-রাও পাবেন মোটা টাকা, ঘোষণা কমিশনের
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Nov 30, 2025 | 12:00 PM

নয়া দিল্লি: এসআইআরের কাজের প্রচণ্ড চাপ। কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কারোর আবার কাজের চাপেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গে অনেক বিএলও বিক্ষোভে পথেও নেমেছেন। এবার বিএলও-দের জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের (Election Commission)। বাড়ল তাদের টাকা। এবার প্রতি নির্বাচন সাইকেলে দ্বিগুণ টাকা পাবেন বুথ লেভেল অফিসাররা (Booth Level Officers)। 

১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। তার মাঝেই বিএলও-দের জন্য বড় ঘোষণা। জানা গিয়েছে, এবার থেকে ৬ হাজার টাকা নয়, বুথ লেভেল অফিসাররা এবার থেকে ১২ হাজার টাকা করে পাবেন। শুধু বিএলও-রাই নন, বিএলও সুপারভাইজররাও এবার থেকে ১২ হাজার টাকার বদলে ১৮ হাজার টাকা করে পাবেন বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।  

পাশাপাশি, এআরও(ERO)-রা এবার থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। এইআরও (AERO)-রা ২৫ হাজার টাকা করে পাবেন। আগে তারা কোনও টাকা পেতেন না।

কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, “ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO), বিএলও সুপারভাইজর ও বুথ লেভেল অফিসাররা কঠোর পরিশ্রম করেন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনী তালিকা প্রস্তুতির সঙ্গে যুক্ত বিএলও-দের বার্ষিক ভাতা (remuneration) দ্বিগুণ করা এবং বিএলও সুপারভাইজরদেরও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”     

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে বিএলও এবং বিএলও সুপারভাইজররা এই ধার্য ভাতা পেয়ে আসছিলেন। ১০ বছর পর তাদের ভাতা বাড়ল।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যে সকল ভোটারদের এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। ৯ ডিসেম্বর বের হবে খসড়া ভোটার তালিকা। যদি এর মধ্যে কেউ এনুমারেশন ফর্ম জমা না দেন, তাহলে তাঁকে ফর্ম-৬ জমা দিতে হবে। অর্থাৎ নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য আবেদন করতে হবে।