New Voter List: নতুন ভোটারদের নাম তুলতে বাধ্যতামূলক আধার কার্ড, কবে থেকে আবেদন করবেন, জানাল ECI
SIR in West Bengal: বলা হয়েছে, এবার থেকে ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের তথ্য দিতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ই-সিগনেচার লাগে, আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে সেই ই-সাইন রেজিস্টার হবে। নতুন ভোটারদের জমা দিতে হবে অ্যানেক্সচার-৪।

নয়া দিল্লি: ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড। জানিয়ে দিল নির্বাচন কমিশন। কী কী তথ্য দেখাতে হবে, তাও জানিয়ে দিল কমিশন। কী কী লাগবে, কবে থেকেই বা ভোটার লিস্টে নতুন ভোটাররা নাম তুলতে পারবেন, জেনে নিন-
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন ভোটার যারা, যাদের প্রথমবার ভোটার লিস্টে নাম উঠবে, তাদের এবার অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করা বা ভোটার লিস্টে নাম যাবে না। অনলাইনে ফর্ম ৬ পূরণ করে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে। রাজ্যে এসআইআর চলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
বলা হয়েছে, এবার থেকে ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের তথ্য দিতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ই-সিগনেচার লাগে, আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে সেই ই-সাইন রেজিস্টার হবে। নতুন ভোটারদের জমা দিতে হবে অ্যানেক্সচার-৪। পাশাপাশি একাধিক নথি দেখাতে হবে আবেদনকারীদের।
কমিশন জানিয়েছে, ৯ ডিসেম্বরের পরই নতুন ভোটাররা নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে যেহেতু এসআইআর চলছে, তাই খসড়া তালিকা প্রকাশের পরই নতুন ভোটাররা আবেদন করতে পারবেন। ৮ জানুয়ারির মধ্যে তাদের আবেদন জমা দিতে হবে, কারণ আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য অ্যানেক্সচার-৪ আনা হয়েছে। এই ফর্মের নীচের অংশটি অ্যানেক্সচার-৩ এর মতোই, যেখানে আবেদনকারীদের মা-বাবার নাম ২০০২ সালের এসআইআর তালিকা অনুযায়ী উল্লেখ করতে হবে।
যদি ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারির পর কেউ ভোটার লিস্টে নতুন ভোটার হিসাবে নাম তুলতে চান, তাহলে প্রকাশিত এসআইআর তালিকা অনুযায়ী মা-বাবার নাম উল্লেখ করতে হবে। ২০০২ সালে সালে তাঁর মা-বাবা কিংবা দাদু-দিদা বা ঠাকুমা-ঠাকুর্দার নাম, বিধানসভা আসন, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে। যদি কারোর মা-বাবা বা ঠাকুমা-ঠাকুর্দা/দিদা-দাদুর নাম অন্য রাজ্যের ভোটার তালিকায় থাকে, তাহলে তা ভোটারকে আবেদনে উল্লেখ করতে হবে।
এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকায় যদি কারোর নাম না থাকে, তাহলে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করা যেতে পারে। এর জন্য আধার কার্ড ছাড়াও এই নথিগুলির মধ্যে কোনও একটি দেখাতে হবে। এগুলি হল-
১. পরিচয়পত্র বা রাজ্য কিংবা কেন্দ্রের ইস্যু করা পেনশন পেমেন্ট অর্ডার
২. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস বা এলআইসির ইস্যুর করা সার্টিফিকেট বা ডকুমেন্ট।
৩. জন্ম শংসাপত্র
৪. পাসপোর্ট
৫. বোর্ড বা বিশ্ববিদ্যালয় স্বীকৃত শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট
৬. রাজ্য়ের ইস্যু করা স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট
৭. বন শংসাপত্র
৮. ওবিসি বা জনজাতি বা উপজাতি সার্টিফিকেট
৯. ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (যদি থাকে)
১০. পারিবারিক রেজিস্টার
১১. সরকারের ইস্যু করা জমি বা বাড়ির নথি কিংবা সার্টিফিকেট
