সাতসকালেই আপ সাংসদের বাড়িতে হানা ইডির, ‘তোতা-ময়না’ বলে কটাক্ষ সিসোদিয়ার

ED Raid: আজ, সোমবার সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আপ সাংসদ সঞ্জীব অরোরার লুধিয়ানার বাড়িতে হাজির হন।  ইডি সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী আপ নেতা বেআইনিভাবে জমি জবরদখল করেছেন। তাঁর পাশাপাশি লুধিয়ানায় আরও এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি অভিযান চলছে।

সাতসকালেই আপ সাংসদের বাড়িতে হানা ইডির, 'তোতা-ময়না' বলে কটাক্ষ সিসোদিয়ার
আপ সাংসদের বাড়িতে ইডি হানা।Image Credit source: X
Follow Us:
| Updated on: Oct 07, 2024 | 10:24 AM

চণ্ডীগঢ়: সাতসকালেই ফের ইডি অভিযান। এবার হানা আম আদমি পার্টির সাংসদের বাড়িতে। জানা গিয়েছে, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে ইডি তল্লাশি চলছে। পঞ্জাবের লুধিয়ানায় অভিযান চালাচ্ছে ইডি। বেআইনি আর্থিক তছরুপের অভিযোগেই আপ সাংসদের বাড়িতে এই ইডি হানা বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, আজ, সোমবার সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আপ সাংসদ সঞ্জীব অরোরার লুধিয়ানার বাড়িতে হাজির হন।  ইডি সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী আপ নেতা বেআইনিভাবে জমি জবরদখল করেছেন। তাঁর পাশাপাশি লুধিয়ানায় আরও এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি অভিযান চলছে।

এদিকে, আপ নেতার বাড়িতে ইডি অভিযানের খবর পেয়েই প্রতিবাদে সরব হয়েছেন দলের কর্মীরা। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আজ আবার মোদীজি তাঁর তোতা-ময়নাদের মুক্ত করেছেন। সকাল থেকে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকরা। বিগত ২ বছরে তারা অরবিন্দ কেজরীবালের বাড়িতে অভিযান চালিয়েছে, সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালিয়েছে, সত্যেন্দ্র জৈনের বাড়িতে অভিযান চালিয়েছে… কোথাও কিছুই পাওয়া যায়নি, কিন্তু মোদীজির এজেন্সিগুলি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে একের পর এক ভুয়ো মামলা তৈরি করে চলেছে। যতই চেষ্টা করুক না কেন, আম আদমি পার্টিকে থামানো যাবে না, আপ সদস্যরা বিক্রিও হবে না, ভয় পাবে না।”

আম আদমি পার্টির রাজ্যসভার আরেক সাংসদ সঞ্জয় সিং-ও লেখেন, “আরেকটি সকাল, আরেকটি অভিযান। আপ সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে পৌঁছেছে ইডি। মিথ্যা মামলা বন্ধ করতে সুপ্রিম কোর্টও বহুবার তিরস্কার করেছে, কিন্তু তারপরও বুঝতে পারছে না ইডি। এই এজেন্সিগুলো আদালত মানে না, এরা শুধু তাদের প্রভুর আনুগত্য করে।”