Dawood Ibrahim: ভারতে তলায় তলায় অর্থপাচার দাউদের, জড়িত রাজনৈতিক নেতাও, খবর পেয়েই হানা ইডির
Dawood Ibrahim: ইডি সূত্রে খবর, মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। তিনিও অর্থ পাচারের সঙ্গে যুক্ত বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
মুম্বই: অর্থপাচারে আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা তথা ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পেয়ে মুম্বইয়ের একাধিক জায়গায় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorate)। ইডি সূত্রে খবর, মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। তিনিও অর্থ পাচারের সঙ্গে যুক্ত বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিস্তারিত তদন্ত শুরু করেছে ইডি। এবং এই বিষয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে।
দাউদ ইব্রাহিমের প্রয়াত বোন হাসিনা পারকরের বাড়িতেও গিয়েছিলেন ইডি আধিকারিকরা। ১৯৮০ সালে ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার আগে একটি বড় বাণিজ্য সাম্রাজ্য তৈরি করেছিলেন দাউদ। দাউদের অপরাধ জগতের গ্যাং ডি কোম্পানি (D Company) নামেই পরিচিত। সম্প্রতি জানা গিয়েছে পঞ্জাবে ডি-কোম্পানি সক্রিয় রয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে ভারতে নাশকতা ছড়ানোর পরিকল্পনাও করতে পারে বলেই মনে করছে গোয়েন্দারা। চলতি মাসেই ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে প্রধান অভিযুক্ত আবু বকরকে আরব আমিরশাহি থেকে আটক করা হয়েছিল। আবু বকর দাউদের ঘনিষ্ঠ সহযোগী বলেই জানেন সকলে।
মুম্বই পুলিশ কনস্টেবলের ছেলে দাউদ ইব্রাহিম ডোঙ্গরি এলাকার গ্যাংওয়ার দিয়ে অপরাধ জীবন শুরু করেন। ডোঙ্গরিতেই তিনি হাজি মস্তান গ্যাংয়ের সদস্যদের সংস্পর্শে আসেন এবং সংঘর্ষের শুরু হয়। ১৯৮০ সালে ডাকাতির ঘটনায় তিনি প্রথম আটক হন এরপরে তাঁর অপরাধ গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে। হাজি ও পাঠান গ্যাংয়ের মধ্যে লড়াইয়ের কারণে দাউদ আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন।
সম্প্রতি দাউদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে এনআইএ। বারবার দাউদকে ধরার চেষ্টা করেছে ভারত, কিন্তু পাকিস্তানের সমর্থন ও দাউদের আত্ম গোপন করার ক্ষমতা সব চেষ্টাকে বিফলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই কুখ্যাত অপরাধীকে ধরতে চেষ্টার কোনও ত্রুটি নেই। সেই কারণেই সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল যে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতেই দাউদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ।
আরও পড়ুন: খাটের ওপর পড়ে শরীর, গলায় ক্ষত চিহ্ন! গেস্ট হাউজ থেকে উদ্ধার ভবানীপুরের ‘অপহৃত’ ব্যবসায়ীর দেহ
আরও পড়ুন : Sansad TV: নীতি লঙ্ঘনের অভিযোগ, ইউটিউবে ‘ব্লক’ করা হল সংসদ টিভি