Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election Date: ১৬ এপ্রিল থেকেই কি লোকসভা ভোট? ধোঁয়াশা কাটাল নির্বাচন কমিশন

Election Commission: লোকসভা নির্বাচন ঘিরে আম জনতার মধ্যেও উৎসাহ নেহাত কম নয়। বিশেষ করে কবে লোকসভা ভোট হতে চলেছে, তা নিয়েও কৌতুহল তুঙ্গে। এসবের মধ্যেই একটি গুঞ্জন ছড়িয়েছিল, ১৬ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হতে পারে। সত্যিই কি তাই? লোকসভা ভোট কি ১৬ এপ্রিল থেকেই শুরু হচ্ছে? এবার সেই নিয়ে বিভ্রান্তি কাটাল জাতীয় নির্বাচন কমিশন।

Lok Sabha Election Date: ১৬ এপ্রিল থেকেই কি লোকসভা ভোট? ধোঁয়াশা কাটাল নির্বাচন কমিশন
ভোটের লাইনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 9:09 PM

নয়া দিল্লি: লোকসভা ভোটের জন্য কোমর বাঁধছে সব রাজনৈতিক দল। চলছে ঘুঁটি সাজানোর পালা। নীল নকশা তৈরি হচ্ছে। শাসক-বিরোধী সব পক্ষই ব্লু প্রিন্ট বানাতে ব্যস্ত। লোকসভা নির্বাচন ঘিরে আম জনতার মধ্যেও উৎসাহ নেহাত কম নয়। বিশেষ করে কবে লোকসভা ভোট হতে চলেছে, তা নিয়েও কৌতুহল তুঙ্গে। এসবের মধ্যেই একটি গুঞ্জন ছড়িয়েছিল, ১৬ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হতে পারে। সত্যিই কি তাই? লোকসভা ভোট কি ১৬ এপ্রিল থেকেই শুরু হচ্ছে? এবার সেই নিয়ে বিভ্রান্তি কাটাল জাতীয় নির্বাচন কমিশন।

এই ধোঁয়াশা শুরু হয়েছিল একটি বিজ্ঞপ্তি ঘিরে। যেখানে বলা হয়েছিল, রেফারেন্সের জন্য ও ইলেকশন প্ল্যানারে শুরুর দিন ও শেষের দিন হিসেব করার জন্য আপাতভাবে ১৬ এপ্রিলকে ভোটের দিন হিসেবে ধরা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে এই বিজ্ঞপ্তিটি দিল্লির ১১টি জেলার ইলেকশন অফিসারদের উদ্দেশে জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি থেকেই কারও কারও মনে সংশয় জেগেছিল, তাহলে কি ১৬ এপ্রিল থেকেই ভোটপর্ব শুরু হয়ে যাচ্ছে? এই নিয়ে বিস্তর চর্চাও শুরু হয়ে গিয়েছিল।

এবার সেই নিয়ে ধোঁয়াশা কাটাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে। দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে জানানো হয়েছে, দিনটি শুধুমাত্র রেফারেন্সের জন্য।

এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘কিছু কিছু সংবাদমাধ্যমের থেকে জানতে চাওয়া হচ্ছে, ১৬ এপ্রিল লোকসভা ভোটের দিন হিসেবে আপাতত ধরা হয়েছে কি না। স্পষ্ট ভাবে জানানো হচ্ছে, যে এটি শুধুমাত্র অফিসারদের প্ল্যানিং-এর জন্য একটি রেফারেন্স মাত্র।’

জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন মহলে এই নিয়ে চর্চা চলছে প্রতিনিয়ত। ২০১৯ সালের গত লোকসভা ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। সাত দফায় ভোট হয়েছিল। ভোটগ্রহণ পর্ব চলেছিল ১৯ মে পর্যন্ত। ভোটের ফল ঘোষণা হয়েছিল ২৩ মে।