AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train derailed video: প্ল্যাটফর্মে ট্রেন উঠে যাওয়ার ঘটনায় চালকের ‘কীর্তির’ চাঞ্চল্যকর ভিডিয়ো প্রকাশ্যে

CCTV footage: ট্রেনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সচিন ইঞ্জিন-ক্যাবে ঢুকতেই লোকো পাইলট ক্যাব ছেড়ে বেরিয়ে যান। তারপর সচিন ইঞ্জিন-ক্যাবে ঢুকেই বেপরোয়াভাবে নিজের ব্যাগ ছুড়ে রাখেন। ব্যাগটি গিয়ে পড়ে ইঞ্জিনের মুখে। তারপর সচিন চালকের আসনে বসেন এবং মোবাইল ফোন দেখতে থাকেন।

Train derailed video: প্ল্যাটফর্মে ট্রেন উঠে যাওয়ার ঘটনায় চালকের ‘কীর্তির’ চাঞ্চল্যকর ভিডিয়ো প্রকাশ্যে
মথুরা জংশনে ট্রেন প্ল্যাটফর্মে উঠে যাওয়ার সময় চালক ব্যস্ত মোবাইলে, সিসিটিভি ফুটেজ।
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 1:15 AM
Share

মথুরা: মদ্যপ অবস্থাতেই ট্রেনের চালকের আসনে বসেছিলেন। শুধু তাই নয়, ট্রেনের চালকের আসনে বসে তাঁর চোখ ছিল মোবাইল ফোনে। যার ফল, রেললাইন ছেড়ে প্ল্যাটফর্মের উপর উঠে যায় ট্রেন। মথুরা জংশনে (Mathura Junction) EMU ট্রেনের বেলাইন হওয়ার তদন্তে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। ট্রেনের চালকের বেপরোয়া আচরণের ছবি ও ভিডিয়ো CCTV ফুটেজেও ধরা পড়েছে।

রেল সূত্রে খবর, অভিযুক্ত ট্রেন চালকের নাম সচিন। দুর্ঘটনাগ্রস্ত ইএমইউ ট্রেনটি মথুরা জংশনে ঢোকার আগে লোকো পাইলট বদল হয়। তারপর সচিন চালকের আসনে বসেন। এরপর ট্রেনটি মথুরা জংশনে ঢুকতেই দুর্ঘটনাটি ঘটে।  ট্রেনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সচিন ইঞ্জিন-ক্যাবে ঢুকতেই লোকো পাইলট ক্যাব ছেড়ে বেরিয়ে যান। তারপর সচিন ইঞ্জিন-ক্যাবে ঢুকেই বেপরোয়াভাবে নিজের ব্যাগ ছুড়ে রাখেন। ব্যাগটি গিয়ে পড়ে ইঞ্জিনের মুখে। তারপর সচিন চালকের আসনে বসেন এবং মোবাইল ফোন দেখতে থাকেন।

সচিন চালকের আসনে বসার ১ মিনিটের মধ্যেই ট্রেনটি এগোতে শুরু করে। তারপর ট্রেনটি প্ল্যাটফর্মের উপর উঠে যায়। বুধবার রাতের এই ভয়াবহ ঘটনায় লোকো পাইলট-সহ ৫ রেলকর্মী এবং চার টেকনিক্যাল কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। মথুরা স্টেশনের ডিরেক্টর সঞ্জীব শ্রীবাস্তব বলেন, ৫ রেলকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন এবং ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার করছিলেন।

রেলচালকের মদ্যপ অবস্থায় থাকার কথা স্বীকার করেছেন আগ্রা ডিভিশনাল রেল ম্যানেজার তেজ প্রকাশ আগরওয়ালও। তিনি জানান, ট্রেন নিজে থেকেই চলতে শুরু করেছিল বলে সচিনের দাবি। সচিন আরও জানান, তিনি এমার্জেন্স ব্রেক চেপেছিলেন, কিন্তু ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছিল। তারপর তিনি দেখেন, ব্রেকটি সামনের দিকে করা ছিল। সঙ্গে সঙ্গে তিনি ইন-চার্জকে খবর দেন। গোটা ঘটনায় লোকো পাইলটের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সচিন। যদিও লোকো পাইলটের দাবি, সচিন ক্যাবে ঢুকতে সবকিছু তাঁকে হস্তান্তর করে তিনি বেরোন। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিভিশনাল রেল ম্যানেজার।

প্রসঙ্গত, দুর্ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিট নাগাদ। হঠাৎ করেই সাকুরবস্তি থেকে আগত একটি ইএমইউ ট্রেনের ইঞ্জিন মথুরা জংশনের ২এ প্ল্যাটফর্মে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ধাক্কা খেয়ে রেললাইন থেকে উপরে উঠে যায়। ইঞ্জিনটি প্ল্যাটফর্মের উপর উঠলে গোটা ট্রেনটি কাত হয়ে যায়। ঘটনায় এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন।