ED Raid: আবগারি দুর্নীতি মামলায় সাতসকালে ইডির হানা, আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে চলছে তল্লাশি
Delhi Excise Policy Case: আবগারি নীতি দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। এদিন সকালেই ইডির আধিকারিকরা রাজ্যসভা সাংসদের বাড়িতে হানা দেন। এর আগে সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ একাধিক নেতাকেও জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।
নয়া দিল্লি: আম আদমি পার্টির সাংসদের বাড়িতে ইডির হানা (ED Raid)। বুধবার সকালে আপের (AAP) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের (Sanjay Singh) বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাংসদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দিল্লি আবগারি দুর্নীতি মামলার (Delhi Excise Policy Case) তদন্ত সূত্রেই এই তল্লাশি চালানো হচ্ছে।
আবগারি দুর্নীতি নিয়ে বেজায় বিপাকে পড়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। ২০২১ সালের এই আবগারি নীতিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই এই মামলায় তদন্ত করে ইডি ও সিবিআই। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। গত এপ্রিল মাসে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও। এবার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দিল ইডি।
#WATCH | Visuals from outside AAP Rajya Sabha MP Sanjay Singh’s residence
ED raids underway at the residence of AAP Rajya Sabha MP Sanjay Singh pic.twitter.com/k6FRDjY12S
— ANI (@ANI) October 4, 2023
ইডি সূত্রে জানা গিয়েছে, আবগারি নীতি দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। এদিন সকালেই ইডির আধিকারিকরা রাজ্যসভা সাংসদের বাড়িতে হানা দেন। এর আগে সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ একাধিক নেতাকেও জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।
কী লেখা রয়েছে ইডি চার্জশিটে?
ইডির চার্জশিট অনুযায়ী, আবগারি নীতি দুর্নীতি মামলা. অভিযুক্ত দিল্লির ব্যবসায়ী দীনেশ অরোরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সঞ্জয় সিং-ও। জেরায় ওই ব্যবসায়ী ইডিকে জানিয়েছেন, একটি অনুষ্ঠানে সঞ্জয় সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই সূত্র ধরেই দিল্লির তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গেও পরিচয় তাঁর। সূত্রের খবর, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল টাকা তোলার জন্যই।