Explained: চিনের নজর এড়িয়ে কীভাবে ভারতের অংশ হল সিকিম?
Explained: ভারতের সঙ্গে সিকিমের সম্পর্ক তিক্ত হয়। ব্রিটিশরা মোরাংয়ে কর বসানো নিয়ে ঝামেলা শুরু হয়। আর এই সুযোগেই ব্রিটিশরা দার্জিলিং অধিগ্রহণ করে। তবে ব্রিটিশদের এই সিদ্ধান্তে খুশি ছিল না সিকিমের দেওয়ানরা।বিদ্রোহ দেখাতে তারা দুষ্কৃতীদের গ্রেফতার করতে সাহায্য করা বন্ধ করে দেয়।

রাজার রাজত্ব থেকে গণতন্ত্র, একাধিক রাজ্য, দেশেরই এই পরিবর্তনের ইতিহাস রয়েছে। তবে এদের সবার থেকে কিছুটা হলেও আলাদা পড়শি রাজ্য সিকিম। বাঙালি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই ছোট পাহাড়ি রাজ্য কিন্তু আগে ভারতের অংশ ছিল না। ৫০ বছর আগে তা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এর পিছনেও রয়েছে এক দীর্ঘ সংঘর্ষের ইতিহাস। ওৎ পেতে বসেছিল চিন, নেপাল। তাদের সকলকে এড়িয়ে কীভাবে ভারতের অংশ হয়ে উঠল সিকিম জানেন? পাহাড়ের কোলে ছোট্ট সাজানো রাজ্য। এই রাজ্য়ে শুধু উন্নয়নই হয়নি, তার সঙ্গে রক্ষা করা হয়েছে প্রকৃতিকেও। বর্তমানে ১০০ শতাংশ প্রাকৃতিক বা অর্গানিক রাজ্য সিকিম। এই সিকিমে একসময়ে রাজার শাসন ছিল। ফুন্টসগ নামগ্যাল ছিলেন সিকিমের...
