AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: কীভাবে ধীরে ধীরে অবনতি হল ভারত-বাংলাদেশের সম্পর্ক?

India-Bangladesh: ভারত-বাংলাদেশের সু-সম্পর্কের অন্যতম ভিত ছিল পদ্মার ইলিশ। ইউনূস ক্ষমতায় আসতেই ঘোষণা করে, ভারতে ইলিশ পাঠানো হবে না। পুজোর সময় ভারতে ইলিশ রফতানি করায় দেশে মাছের দাম বেড়ে যায়। বাংলাদেশের মানুষকে সস্তায় ইলিশ খাওয়াতে এই সিদ্ধান্ত।

Explained: কীভাবে ধীরে ধীরে অবনতি হল ভারত-বাংলাদেশের সম্পর্ক?
| Updated on: May 19, 2025 | 11:39 AM
Share

একদিন যে দেশের স্বাধীনতার জন্য ভারত লড়েছে, আজ সেই দেশই ভারত ভাগের ফন্দি আঁটছে। ফের চর্চায় ভারত-বাংলাদেশের সম্পর্ক। ফাটল ধরেছে দুই দেশের সম্পর্কে। কিন্তু এমন তো সম্পর্ক ছিল না। দুই বছর আগেও যদি ফিরে দেখা যায়, তাহলে দেখা যাবে দুই দেশের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বরং বলা যায়, স্নেহশীল অভিভাবকের মতোই বাংলাদেশকে আগলে রেখেছিল ভারত। তাহলে এই সম্পর্কে ফাটল ধরল কীভাবে? যে দেশকে ভারত সাহায্য না করলে আজ তারা পাকিস্তানের থেকে স্বাধীনই হত না, তারা কেন ভারতের অবদান অস্বীকার করছে রাতারাতি? এটা কি দুই দেশের বিরোধ নাকি কোনও ব্যক্তি বিশেষের ইগোর জন্য মাশুল দিতে হচ্ছে নিরাপরাধ সাধারণ মানুষকে? ১৭ মে ভারতের বৈদেশিক...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন