Explained on Waqf Act: ২৬-র ভোটে তৃণমূল-বিজেপির ‘হাতিয়ার’ ওয়াকফ! কীভাবে ব্যবহার হতে পারে?

Explained on Waqf Act: লোকসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ওয়াকফ ধর্মীয় ও দানধ্যানের জন্য প্রতিষ্ঠান। মুসলিমদের সাংবিধানিক অধিকার রয়েছে নিজেদের সম্পত্তি ও অধিকার নিয়ন্ত্রণ করার। ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি।"

Explained on Waqf Act: ২৬-র ভোটে তৃণমূল-বিজেপির হাতিয়ার ওয়াকফ! কীভাবে ব্যবহার হতে পারে?
ওয়াকফ কতটা প্রভাব ফেলবে?Image Credit source: TV9 বাংলা

|

Apr 04, 2025 | 4:05 PM

সম্পত্তি কার? মানুষের না আল্লাহ-র? ওয়াকফ নিয়ে তুঙ্গে তরজা। এই তর্ক-বিতর্কের মাঝেই সংসদের দুই কক্ষেই  পাস হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা চরম সুর চড়িয়েছিল বিরোধিতা করে। ১২ ঘণ্টা করে দুই কক্ষেই আলোচনা হয়েছে। তবে এই বিল নিয়ে চর্চা কিন্তু নতুন নয়। দীর্ঘ সময় ধরেই দাবি করা হচ্ছিল এই আইনে পরিবর্তন আনার। ২০২৪ সালে সাহসী পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াকফ আইনে সংশোধন করা হবে। সেই অনুযায়ী বিল আনা হয় সংসদে। বিল পর্যালোচনার জন্য পাঠানো হয় যুগ্ম সংসদীয় কমিটিতে। ৮ মাস ধরে আলোচনা-পর্যালোচনার পর অবশেষে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ওয়াকফ বিল পেশ করা হল। এবং তা পাশও হল। এই বিলের প্রভাব কতটা পড়বে দেশে? বাংলাতেই বা ওয়াকফের গুরুত্ব কতটা? যে সম্পত্তি আল্লাহ-র, তাই-ই ওয়াকফ সম্পত্তি। স্বাধীনতার আগে থেকেই অস্তিত্ব ছিল ওয়াকফের। ১৯১৩ সালে প্রথম ওয়াকফ বোর্ড গঠিত...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন