Explained on Operation Sindoor: এক চুটকি সিঁদুর কা কিমত্ কীভাবে মেটাল ভারত?

Explained on Operation Sindoor: ভারত চেয়েইছিল এমন জবাব দেবে, যা পাকিস্তান হাড়ে হাড়ে টের পাবে। সেই কারণেই 'অপারেশন সিঁদুর' অভিযানে লক্ষ্যমাত্রা বাছাই করে, নির্দিষ্ট জায়গায় হামলা চালানো হয়েছে।

Explained on Operation Sindoor: এক চুটকি সিঁদুর কা কিমত্ কীভাবে মেটাল ভারত?

|

May 09, 2025 | 7:54 PM

ঘড়ির কাঁটায় রাত ১টা ৫ মিনিট, ভারতীয়রা গভীর নিদ্রায় মগ্ন, সেই সময়ই বড় অ্যাকশন ভারতের সেনাবাহিনীর। পাকিস্তানে ঢুকে তাদের লালিত-পালিত জঙ্গিদের মেরে এল ভারত। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নেওয়া হবে, এই কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই কথা রেখেই পাকিস্তানে ভারত অভিযান চালাল। পহেলগাঁওয়ে হিন্দু মহিলাদের সিঁদুর মুছেছিল জঙ্গিরা, তাই বদলা অভিযানের নাম দিয়েছে “অপারেশন সিঁদুর”। প্রধানমন্ত্রী মোদী নিজেই এই নাম দিয়েছেন। গোটা বিশ্ব সরগরম এই হামলা নিয়ে। তবে এটা শুধুমাত্র ভারতের প্রত্য়াঘাত নয়, এটা পাকিস্তানের বুকে পা রেখে সবথেকে বড় জঙ্গি নিকেশ অভিযানও। এর পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ- কোথায় অপারেশন চালাল ভারত, সেই অপারেশনে কত জঙ্গি মারা পড়ল, নিশানা অর্থাৎ জঙ্গি ঘাঁটিগুলির গুরুত্ব- একাধিক বিষয় পর্যালোচনা করেই ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছে। সেই কারণেই পহেলগাঁও হামলার জবাব দিতে ১৫ দিন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন