
ঘড়ির কাঁটায় রাত ১টা ৫ মিনিট, ভারতীয়রা গভীর নিদ্রায় মগ্ন, সেই সময়ই বড় অ্যাকশন ভারতের সেনাবাহিনীর। পাকিস্তানে ঢুকে তাদের লালিত-পালিত জঙ্গিদের মেরে এল ভারত। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নেওয়া হবে, এই কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই কথা রেখেই পাকিস্তানে ভারত অভিযান চালাল। পহেলগাঁওয়ে হিন্দু মহিলাদের সিঁদুর মুছেছিল জঙ্গিরা, তাই বদলা অভিযানের নাম দিয়েছে “অপারেশন সিঁদুর”। প্রধানমন্ত্রী মোদী নিজেই এই নাম দিয়েছেন। গোটা বিশ্ব সরগরম এই হামলা নিয়ে। তবে এটা শুধুমাত্র ভারতের প্রত্য়াঘাত নয়, এটা পাকিস্তানের বুকে পা রেখে সবথেকে বড় জঙ্গি নিকেশ অভিযানও। এর পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ- কোথায় অপারেশন চালাল ভারত, সেই অপারেশনে কত জঙ্গি মারা পড়ল, নিশানা অর্থাৎ জঙ্গি ঘাঁটিগুলির গুরুত্ব- একাধিক বিষয় পর্যালোচনা করেই ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছে। সেই কারণেই পহেলগাঁও হামলার জবাব দিতে ১৫ দিন...