Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explosion: অস্ত্র কারখানায় বিস্ফোরণে মৃত ৮, ৫ কিমি দূর থেকে শোনা গেল শব্দ

Explosion: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা ৫ কিমি দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।

Explosion: অস্ত্র কারখানায় বিস্ফোরণে মৃত ৮, ৫ কিমি দূর থেকে শোনা গেল শব্দ
৫ কিমি দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ
Follow Us:
| Updated on: Jan 24, 2025 | 2:24 PM

মুম্বই: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল অস্ত্র কারখানা। কালো ধোঁয়ায় ভরে গেল চারিদিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৫ কিমি দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৭ জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের কাছে একটি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে।

ভান্ডারা জেলায় ওই অস্ত্র কারখানার এলটিপি বিভাগে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বিস্ফোরণ হয়। জেলাশাসক সঞ্জয় কোলটে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে এলটিপি বিভাগের ছাদ ভেঙে পড়ে। বেশ কয়েকজন কর্মী সেইসময় কাজ করছিলেন। তাঁরা চাপা পড়ে যান। খবর পেয়েই দমকল কর্মী ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছন।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জন জখম হয়েছে। নাগপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নিতিন গড়কড়ি। সেখানে তিনি বলেন, “ভান্ডারায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জন জখম হয়েছেন।” মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

এর আগে বিস্ফোরণের পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানিয়েছিলেন, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “মৃতের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

দ্রুতগতিতে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা ৫ কিমি দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।