New Income Tax Bill: লোকসভায় পেশ নয়া আয়কর বিল! বিরোধিতা করে ওয়াকআউট বিরোধীদের
New Income Tax Bill: বৃহস্পতিবার, লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১৯৬১ সালের আয়কর আইনের পরিবর্তেই এই নতুন আইন প্রণয়নে মরিয়া কেন্দ্র। সংশোধন নয়, বরং পুরনো আইনকে ভুলে নতুন আয়করের বিধানে দেশকে চালাতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান। সম্ভবনা ছিল সোমবার হয়তো লোকসভায় পেশ হবে নতুন আয়কর বিল। কিন্তু তা হয়নি। সোমবার পেরিয়ে আজ বৃহস্পতিবার, লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১৯৬১ সালের আয়কর আইনের পরিবর্তেই এই নতুন আইন প্রণয়নে মরিয়া কেন্দ্র। সংশোধন নয়, বরং পুরনো আইনকে ভুলে নতুন আয়করের বিধানে দেশকে চালাতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
সহজ হচ্ছে আয়করের ভাষা
সংসদে বিলটি পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ‘আয়কর আইনের ধারা কমিয়ে ৮১৯ থেকে নামানো হয়েছে ৫৩৬এ’। যার মাধ্যমে সাধারণের কাছে আগের তুলনায় আয়কর বিধিগুলি বুঝতে অনেকটা সহজ বলে মত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। তবে আয়করের ধারা কমানো ছাড়াও আরও এক গুচ্ছ পরিবর্তন আনা হয়েছে এই নতুন আইনে।
আসছে কী কী পরিবর্তন?
সূত্রের খবর, বিল আইনে পরিণত হলে ট্যাক্স রিটার্ন দাখিল আরও সহজ হবে। তবে এই নয়া আইনের হাত ধরে আয়কর স্ল্যাব যে আলাদা করে কোনও পরিবর্তন আসবে, এমনটা কিন্তু মোটেই নয়। বরং, স্ল্যাব সম্বন্ধে সাধারণের ধারণা আরও স্পষ্ট হবে এই আইনের হাত ধরে।
এছাড়াও, অনেক সময়ই দেখা গিয়েছে, না বুঝে আয়কর নিয়ে আইনি সংঘাতে পড়ে যান বহু করদাতা। সেই সমস্যার সুরাহা করতেই নয়া বিলে আনা হয়েছে পরিবর্তন। আইনি সংঘাত কমাতে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ।
বিরোধীদের মত
এদিন সংসদে বিলটি পেশ হওয়ার পর সুর চড়ান বিরোধীরা। বিলের বিরোধিতায় ওয়াক আউট করে তাঁরা। নয়া আয়কর বিলকে ‘আরও জটিল’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। যদিও সেই অভিযোগ মানতে নারাজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একই সুরে সুর চড়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ও।

