Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in train: দাউদাউ করে জ্বলছে ট্রেনের কামরা, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

Fire in train: দ্রুততার সঙ্গে জেনারেটর কোচের সঙ্গে অন্য বগিগুলি আলাদা করা হয়। অন্য কোচগুলিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারানা রেলস্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, আগুন লাগার পরই দ্রুত পদক্ষেপ করা হয়।

Fire in train: দাউদাউ করে জ্বলছে ট্রেনের কামরা, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি
দাউদাউ করে জ্বলছে ট্রেনের কামরাImage Credit source: X handle
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 8:47 PM

উজ্জয়িনী: বিলাসপুর-বিকানের ট্রেনে ভয়াবহ আগুন। রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনে আগুন লাগার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

বিলাসপুর থেকে বিকানের যাচ্ছিল ট্রেনটি। জেনারেটর কোচে আগুন লেগে যায়। পাশের কোচগুলিও ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কামরার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকেই দৌড়ে দরজার সামনে চলে আসেন। খবর পেয়ে আসে আরপিএফ এবং দমকল বাহিনী।

এদিকে, দ্রুততার সঙ্গে জেনারেটর কোচের সঙ্গে অন্য বগিগুলি আলাদা করা হয়। অন্য কোচগুলিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারানা রেলস্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, আগুন লাগার পরই দ্রুত পদক্ষেপ করা হয়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও যাত্রীর কোনওরকম ক্ষতি হয়নি বলে স্টেশন মাস্টার জানিয়েছেন।

এই খবরটিও পড়ুন

ট্রেনে আগুন লাগার কারণ জানা যায়নি। রেলের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনের উৎস খুঁজতে পুড়ে যাওয়া বগিটি পরীক্ষা করা হচ্ছে। রেলের এক আধিকারিক বলেন, সৌভাগ্যক্রমে কোনও যাত্রী আহত হননি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে অন্য ট্রেনের ব্যবস্থা করে রেল।